বাংলারজমিন

মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ৭:২৮ পূর্বাহ্ন

তৃণমুল যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা যুবদল মৌলভীবাজার সদর উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নিজ গ্রামের বাড়ি বাহার্মদনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম.এ মুহিত এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শহীদ উল্লাহ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু। উপস্থিত ছিলেন-মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, হাফেজ আহমদ মাহফুজ, আমির মোহাম্মদ, শাহ গোলজার, শাহজানসহ মৌলভীবাজার জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে শহীদ উল্লাহ তালুকদার বলেন, যখন বিএনপির দুর্যোগ ছিল, তখন সবার আগে যুবদলকে ডাকা হতো। আন্দোলনের মাধ্যমে এক সময় স্বৈরাচার এরশাদকে আমরা হটিয়েছি। তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে কেন আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না? আমাদের প্রত্যেককে যার অবস্থান থেকে নিজেকে শক্তিশালী করতে হবে। দলকে শক্তিশালী করতে হবে। তবেই দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবেন। দেশের গণতন্ত্র মুক্তি পাবে। মতবিনিময় সভা শেষে মৌলভীবাজার সদর উপজেলা কমিটি গঠন করার লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতারা তাদের যোগ্যতা অনুযায়ী পদ যাতে পান। দলকে সুসংগঠিত করতে যথাযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সভাপতির বক্তব্যে জাকির হোসেন উজ্জ্বল বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানিয়ে তিনি বলেন, তৃণমূল যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে আজকের এই মতবিনিময় সভা। দলকে আরো সুসংগঠিত করে দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষায় আমাদের সক্রিয় ভূমিকা যাতে থাকে এ জন্যই এই আয়োজন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status