বাংলারজমিন

আদমশুমারিতে দলিত ও বঞ্চিতদের তথ্য সংগ্রহ অন্তর্ভুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ৮:৩৫ পূর্বাহ্ন

আদমশুমারি ২০২১ এ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির দাবিতে সিলেট জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেট জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও উপদেষ্টা মো. লুৎফুর রহমান মোল্লার পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেনÑ বাংলাদেশে তেলুগু, কানপুরী, রবিদাস, ঋষি, কাওড়া, বেদে, নিকারী, ভগবেন, ডোম, ডোমার, বাঁশফোর, হেলা, লালবেগী, রাউত, পৌন্ড্র, চা-শ্রমিক সহ প্রায় ৬৫ লক্ষ মানুষ জন্মগত পরিচয়ে ভিন্ন ভিন্ন শতাধিক সম্প্রদায়ে বসবাস করে আসছে। আর এই জনগোষ্ঠী দলিত হিসাবে জাতীয়ভাবে পরিচিত। দলিতরা জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে বৈষম্য, অস্পৃশ্যতা ও বঞ্চনার শিকার। সামাজিক বৈষম্যের কারণে দলিতরা শিক্ষার আলো থেকে বঞ্চিত, স্বাস্থ্য সেবা নাই বললেই চলে, দলিত কলোনীগুলোতে আবাসন সংকট ও নিরাপদ পানি সরবরাহ নেই। তাই আসন্ন আদমশুমারিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীকে আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তি করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ সিলেট জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর সহ-সভাপতি শ্রীমতি লাল, মিনা রানী ঋষি, মহিলা সম্পাদিকা রাজলক্ষ্মী সিনহা, উপদেষ্টা মো. শেখ আল আমিন, শাহেদা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিডিসি সমিতির সভানেত্রী কনক রানী পাল, সদস্য খগেন্দ্র চন্দ্র ঋষি, সশিন্দ্র চন্দ্র ঋষি, সর্মিলা রানী ঋষি, মিনতি রানী ঋষি, সতিরানী ঋষি, নকুল ঋষি, সজিত ঋষি, সন্তোষ ঋষি, নানকা রবিদাস, সমির দাস, মো. লায়েক মিয়া, মো. ইছুব আলী, মাওলানা মোহাম্মদ উল্লাহ, শুভতোষ ঋষি শুভ সহ প্রায় অর্ধশতাধিক দলিত সম্প্রদায়ের পুরুষ ও মহিলা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status