বাংলারজমিন

দরগাহে আল ইসলাহ’র মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ৮:৩৫ পূর্বাহ্ন

আল ইসলাহর যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন- মাওলানা এস এম সাখাওয়াত হোসাইন আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ আন্দোলনে একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের মাঝে আন্তরিকতা গড়ে ওঠে। গতকাল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৫ সালে গঠিত সর্বদলীয় ইসলামি ছাত্রঐক্যের প্রেসিডিয়াম সদস্য ও তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম ডা. এস এম সাখাওয়াত হোসাইনের ঈসালে সাওয়াব উপলক্ষে আয়োজিত খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান, আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা নজীর আহমদ হেলাল, কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ। এতে আরো উপস্থিত ছিলেনÑ তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান, সিলেট মহানগরী সাধারণ সম্পাদক এস এম মনওয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাকের, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, অর্থ সম্পাদক আজাদ হুসাইন, অফিস সম্পাদক হাফিজ শামসুদ্দীন, সহ-অফিস সম্পাদক হাফিজ মিনহাজুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ হুসাইন আহমদ, জগন্নাথপূর উপজেলা (উত্তর) সভাপতি শাহ-আলম, সিলেট মহানগরীর ১০নং ওয়ার্ড সভাপতি হাফিজ আব্দুর রকিব, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শাখার সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা সিলেটের শিক্ষক হাফিজ আশিকুর রহমান, হাফিজ ইসলাম উদ্দীন, মাওলানা মামুনুর রশিদ, হাফিজ আব্দুর মজিদ চৌধুরী, ইয়াকুবিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ হুসাইন আহমদ, রহমানিয়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আবু নাঈম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status