খেলা

ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরু ডিসেম্বরে

স্পোর্টস রিপোর্টার

১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ৮:১৯ পূর্বাহ্ন

ফেডারেশন কাপ দিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মৌসুম শুরুর সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লীগ কমিটি। ফুটবলার ও ক্লাবগুলোর সমঝোতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে আগামী মৌসুম। অর্থাৎ করোনায় বাতিল হওয়া মৌসুমে যে যে ক্লাবের হয়ে খেলেছেন, আগামী মৌসুমেও তাকে ওই ক্লাবের হয়ে খেলতে হবে। পারিশ্রমিক পাবেন বাতিল হওয়া মৌসুমে চুক্তির শতকরা ২৫ শতাংশ। বাতিল হওয়া মৌসুমের বকেয়া ৪৫ শতাংশ টাকা নিয়ে নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন ফুটবলাররা। গতকাল বাফুফে ভবনে সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। নতুন মৌসুমে ভেন্যুও কমে যাচ্ছে। গত মৌসুমে সাত ভেন্যুতে লীগ অনুষ্ঠিত হলেও এবার তা কমে দাঁড়াচ্ছে চারটিতে। বিদেশি নিয়ে প্রথমে আপত্তি জানালেও পরবর্তীতে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্লাবগুলো। এ বিষয়ে সালাম মুর্শেদী বলেন, ‘করোনার কারণে ক্লাবগুলোর দাবি এবং স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে আমরা ভেন্যু কমানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা চেষ্টা করবো ঢাকার কাছাকাছি চারটি ভেন্যু চূড়ান্ত করার। যাতে ক্লাবগুলো সকালে গিয়ে খেলে ওই দিনই চলে আসতে পারে। আর বিদেশিদের সংখ্যাও কমিয়ে চারজন করা হয়েছে। এ চারজনই খেলতে পারবে।’
দেশি ফুটবলারদের পারিশ্রমিকের বিষয়ে বাফুফের এই সিনিয়র সহ-সভাপতি বলেন, ‘গত মৌসুমে মাত্র একটি টুর্নামেন্টে খেলেছে ফুটবলাররা। তারপরও ক্লাবগুলো গত মৌসুমের তাদের পুরো পারিশ্রমিক দিতে রাজি হয়েছে। ফুটবলাররা ক্লাবগুলোর কাছে যে টাকা বকেয়া আছে নতুন মৌসুম শুরু হওয়ার আগে তার ৪৫ শতাংশ ক্লাবগুলো তাদের বুঝিয়ে দেবে। বাকি টাকা আস্তে আস্তে সমঝোতার ভিত্তিতে ক্লাবগুলো ফুটবলারদের পরিশোধ করবে। নতুন মৌসুমে ফুটবলাররা গত মৌসুমের ২৫ শতাংশ টাকা পাবে। তবে যদি কোনো ক্লাব কোনো ফুটবলার রাখতে না চায় সেক্ষেত্রে ওই ফুটবলার নতুন চুক্তিতে অন্য যেকোনো ক্লাবে খেলতে পারবে। অল্প পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য হবে।’
স্থানীয় ফুটবলাররা পুরনো ক্লাবে থাকলেও বিদেশির বেলায় এ নিয়ম নেই। তারা উন্মুক্ত। বিদেশিদের রেজিস্ট্রেশনের সময়ও কিছুদিন বেশি দেয়া হবে। স্থানীয়দের রেজিস্ট্রেশনের জন্য ৩ সপ্তাহ সময় দেয়া হলে বিদেশিদের জন্য থাকবে ৪ সপ্তাহ। ফেডারেশন কাপ মাঠে গড়ানোর ১০ বা ১৫ দিন আগে খেলোয়াড় রেজিস্ট্রেশন শেষ হবে। অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে ট্রান্সফার উইনডো। চার বিদেশির মধ্যে এশিয়ার একজন বাধ্যতামূলক। কোনো ক্লাব এশিয়ান কোটায় রেজিস্ট্রেশন না করালে তাদের একজন বিদেশি কম নিয়ে খেলতে হবে।
মৌসুমের দিনক্ষণ চূড়ান্ত হলেও দল-বদলের তারিখ জানাতে পারেনি পেশাদার লীগ কমিটি। এ বিষয়ে সালাম মুর্শেদী বলেন, এটি ছিল বর্তমান কমিটির সময়ে পেশাদার লীগ কমিটির শেষ সভা। আগামী ৩রা অক্টোবর বাফুফের নির্বাচন। নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা সভা করেই ফুটবলারদের দল-বদলের তারিখ চূড়ান্ত করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status