প্রথম পাতা

করোনায় আরো ২১ জনের মৃত্যু শনাক্ত ১৬১৫

স্টাফ রিপোর্টার

১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৯:২৫ পূর্বাহ্ন

দেশে করোনার কারণে প্রতিদিনই মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। বাড়ছে মৃত্যুর হার। গত তিনদিন মৃত্যুর সংখ্যাটা বেশ ওঠানামা করছে। গত ১৪ই সেপ্টেম্বর ২৬ জনের মৃত্যু হয়। পরের দিন এ সংখ্যা দাঁড়ায় ৪৩-এ। একদিন পরে মৃত্যু কমে ২১ জনে নেমে আসে। কেন মৃত্যুর সংখ্যাটা এরকম ওঠানামা করছে জানতে  চাইলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রতিষ্ঠানটির উপদেষ্টা ডা. মুস্তাক আহমেদ বলেন, মৃত্যুর ঘটনা তদন্ত করে সময় নিয়ে প্রকাশ করা হয়। এতে সময় লাগে। ফলে মৃত্যুর ঘটনা জমে গেলে কোনো  কোনো দিন সংখ্যা বেশি হয়। অস্বাভাবিক ওঠানামা হলে তার জন্য এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে তিনি উল্লেখ করেন। করোনায় আক্রান্ত হওয়ার অনেক পরে হাসপাতালে আসায় মৃত্যুর হার বাড়ছে বলে তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-  এর সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম  মানবজমিনকে বলেন, অনেক খারাপ রোগী একই সময়ে হাসপাতালে ভর্তি হলে তখন হঠাৎ করে মৃত্যুর ঘটনা বেড়ে যায়। এতে মৃত্যুর ঘটনায় সংখ্যায় পরিবর্তন আসে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ এ মৃত্যুর  সংখ্যা ৪ হাজার ৮২৩ জনে পৌঁছালো।  নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৫ জন।  মোট শনাক্ত ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৭৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন।  গতকাল  স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক  ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৫ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৭৬০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১  হাজার ৬৩ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের উপরে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৪ জন এবং সিলেটে ১ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২০ জন এবং বাসায় ১ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩১২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৩২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৯৬ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬০ হাজার ৪৮৯ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৭ হাজার ৮০৯ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ১ হাজার ১৭০ জন। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ২৫৪ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন চার লাখ ৭০ হাজার ৯৬১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ১৯ হাজার ২০৭ জনকে। এখন  কোয়ারেন্টিনে আছেন ৪৮ হাজার ২৪৬ জন। ২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত ফোনকল এসেছে ৫১ হাজার ৪৪২টি এবং এখন পর্যন্ত মোট ২ কোটি ৫ লাখ ৬৮ হাজার ৮৪৫টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status