শেষের পাতা

গ্রিসে সন্ত্রাসী হামলায় নবীগঞ্জের দুই যুবক নিহত

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৯:২১ পূর্বাহ্ন

 গ্রিসে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে নবীগঞ্জের দুই যুবক নিহত হয়েছেন। গ্রিসের রাজধানী এথেন্সের আসপোগিরগো এলাকায় এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার স্থানীয় সময় ১১টায় নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে গ্রিস পুলিশ। নিহতরা হলেন- উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মমিন (৪০) এবং একই গ্রামের নূর হোসেনের ছেলে শাহীন মিয়া (২৫)। নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে প্রকাশ, উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুল মমিন ও শাহীন মিয়া পরিবারের সচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন ধরে গ্রিসে বসবাস করছিলেন। সেখানের আসপোগিরগো এলাকায় একটি কন্টেইনার কোম্পানিতে গার্ড হিসেবে কর্মরত ছিলেন আব্দুল মমিন। আব্দুল মমিন প্রায় ১৪ বছর ধরে প্রবাসে বসবাস করছেন। ইরান ও তুরস্ক হয়ে প্রায় ২ বছর পূর্বে গ্রিসে যান শাহীন। মমিনের সঙ্গে কাজে যোগ দেন শাহীনও। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একজনের মাথায় এবং অন্যজনের গলায় গুলি করে হত্যা করে। পরদিন সকালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে। সেখানে বসবাসরত প্রবাসীরা জানান, দুটি কন্টেইনারে ডাকাতির প্রস্তুতি নেয় দুর্বৃত্তরা। এ সময় মমিন ও শাহীন বাধা দিলে তাদের গুলি করে হত্যা করা হয়। নিহত দুই যুবকের পারিবারিক সূত্রে জানায়, তারা বাড়িতে টাকা পাঠানোর জন্য অনেক দিনের সঞ্চয় জমা করেছিল। তাদের খুন করে টাকা-পয়সা লুট করে ডাকাত দল। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনরা নিহতদের লাশ দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, খবরটি শুনে তিনিও শোকাহত। লাশ দেশে ফেরাতে সরকারিভাবে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status