অনলাইন

চাঁদাবাজির অভিযোগে মহাদেবপুর ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৫:৫৮ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছেন মহাদেবপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জান গেছে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকার হাসকোনা এলাকায় স্থানিয় পুলিশের সহযোগীতাই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি রাজু আহমেদ (৩০), ছাত্রলীগ নেতা নয়ন (২৫) ও ইমরান মহুরী (২২)। এ বিষয়ে মহাদবেপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল জানান, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় আরএফএল শোরুমের স্বত্বাধিকারী সোহেল রানার দোকানে ঢুকে তাকে মারধর করে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও তার সঙ্গীরা। এ ঘটনায় গত ৬ই সেপ্টেম্বর রাজু আহমেদ ও নয়নসহ অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মারধরের মামলা করেন ব্যবসায়ী সোহেল রানা। মামলা হওয়ার পর থেকে এজাহারভুক্ত আসামিরা পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় পুলিশের সহযোগিতায় ঢাকার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে রাজু আহমেদ, নয়ন ও ইমরান মহুরীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেন জেলা ছাত্রলীগ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status