খেলা

টটেনহ্যামে ফেরার দ্বারপ্রান্তে বেল!

স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৫:৪৭ পূর্বাহ্ন

রিয়াল মাদ্রিদে সময়টা দুঃস্বপ্নের মতো কাটছে গ্যারেথ বেলের। জিনেদিন জিদানের অবহেলার পাত্রে পরিণত হয়েছেন এই ওয়েলস তারকা। এসব থেকে পরিত্রাণের পথ খুঁজছেন তিনি। আর বৃটিশ সংবাদমাধ্যমকে বেলের এজেন্ট জানিয়েছেন, টটেনহ্যামে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে ৩১ বছর বয়সী এই উইঙ্গার।

২০১৩তে ট্রান্সফার মৌসুমে রেকর্ড গড়ে (১০০ মিলিয়ন ইউরো) টটেনহ্যাম ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখান বেল। লস ব্লাঙ্কোসদের হয়ে ৭ মৌসুমে সব প্রতিযোগিতায় ২৫১ ম্যাচে ১০৫ গোল করেছেন তিনি। ৭ মৌসুমের হিসাবে ম্যাচ কমই খেলেছেন বেল। এর অন্যতম কারণ ইনজুরি। তবে গত মৌসুমে ফিট থাকা সত্ত্বেও ওয়েলস তারকা মাঠে নামতে পেরেছে মাত্র ২০ ম্যাচে। গোল করেছেন ৩টি। পেশাদার ক্যারিয়ারের গত ১০ বছরে এটাই সবচেয়ে বাজে মৌসুম বেলের। বাধ্য হয়ে তাই রিয়াল ছাড়তে চাইছেন তিনি।

বেলের এজেন্ট জোনাথন বার্নেট বিবিসি স্পোর্টস ওয়েলসকে বলেন, ‘বেল এখনো টটেনহ্যামকে ভালোবাসে। আমরা কথা বলছি (বেলের দলবদলের ব্যাপারে)।’ কথাবার্তা কতখানি এগিয়েছে- সংবাদমাধ্যম এএফপি’র এমন প্রশ্নের জবাবে বার্নেট বলেন, ‘চুক্তির দ্বারপ্রান্তে, তবে এখনো সম্পন্ন হয়নি। এটি একটি জটিল চুক্তি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status