খেলা

বিশ্বের  ধনী  ফুটবলারদের তালিকায় মেসি  আজও একনম্বরে   

ক্রীড়া বিষয়ক প্রতিবেদক 

১৬ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৯:১৮ পূর্বাহ্ন

বিশ্বের ধনী ফুটবলারদের যে ক্রমপর্যায় তালিকাটি ফোর্বস ম্যাগাজিন মঙ্গলবার প্রকাশ  করেছে তাতে বার্সেলোনা তারকা লিওনেল মেসি এখনো  শীর্ষে। দু’হাজার উনিশ -  কুড়ি সালে মেসি আয় করেছেন একশো ছাব্বিশ মিলিয়ন ডলার।  এর মধ্যে ধরা হয়েছে মেসির বেতন,  ইনসেনটিভ এবং এনডোর্সমেন্ট বাবদ আয়।  একশো সতেরো মিলিয়ন ডলার আয় নিয়ে দ্বিতীয় স্থানে আছেন প্রত্যাশামতোই জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।  তিন নম্বরে নেইমার থাকবেন তা  বলাই বাহুল্য।  প্যারিস সেন্ট জার্মান তারকার আয় ছিয়ানব্বই মিলিয়ন ডলার।  তিন ধাপ ওপরে চতুর্থ স্থানে উঠে এসেছেন কিলিয়ান  এমবাপে।  তাঁর আয় বেয়াল্লিশ মিলিয়ন ডলার।  এছাড়াও প্রথম  দশে  আছেন-  মোহাম্মদ সালা,  পল পোগবা,  ডেভিড গিয়া,  গ্রিজমান,  গ্যারেথ বেল ও রবার্ট লিওনেস্কি।  ফোর্বস ম্যাগাজিন প্রতিবার এই তালিকা প্রকাশ করে।  ধনী ফুটবলারের সম্মান গত দশ বছর ধরে হয় লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোনাল্ডো পেয়ে আসছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status