অনলাইন

বেআইনীভাবে মসজিদ করা হয়েছে এটা বিবেচ্য বিষয় নয়: ফখরুল

স্টাফ রিপোর্টার

৭ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ১:৩৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনার অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বলেন, এটা (মসজিদের বিস্ফোরণ ঘটনা) নিয়ে তাদের (সরকার) বেশ কিছু বক্তব্য শুনা গেছে, যে বক্তব্যগুলো বিভ্রান্তিকর। যে বেআইনিভাবে সরকারি জায়গার উপরে গ্যাস লাইনের উপরে মসজিদ করা হয়েছে। এটা তো এই মুহূর্তে বিবেচ্য বিষয় নয়। এই মূহুর্তের বিবেচ্য বিষয় হচ্ছে যে, বিস্ফোরণ ঘটলো কিভাবে? এই বিস্ফোরণের প্রকৃতিটা কী, তার চরিত্রটা কী? আহতদের রাষ্ট্র থেকে ক্ষতিপুরণের দাবিও জানান ফখরুল।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, এটা কী আপনার শুধুমাত্র বিদ্যুতের জন্যে, গ্যাসের জন্যে, এসির জন্যে, নাকী আপনার ইচ্ছাকৃত কোনো সাবোটাজ এখানে করা হয়েছে কিনা বা নাশকতামূলক কাজ হয়েছে কিনা। এ ব্যাপারে কিন্তু জাতি জানতে পারছে না। আমরা মনে করি যে, এই ব্যাপারে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি দিয়ে অবিলম্বে তদন্ত কমিটি করা দরকার। এটার সঠিকভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা দরকার এবং তাদের শাস্তির বিধান করার দরকার।

সরকারের গঠিত তদন্ত কমিটির বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিষয়টা (ঘটনা) খ্বুই রহস্যজনক। আপনারা লক্ষ্য করেছেন যে, গর্ভমেন্টের যে ভাষণ, সেই ভাষণগুলো আপনার বিভিন্ন রকম হচ্ছে। তাদের যে মূল সংস্থা ফায়ার বিগ্রেড তারা প্রথমদিন এক রকম কথা বলেছে, পরে বিদ্যুত বিভাগের লোকেরা গিয়েছে তারা এক রকম কথা বলেছে, গ্যাসের লোকেরা গিয়ে তারা আরেক রকম কথা বলেছে। দুর্ভাগ্যজনক যে, এই ঘটনাকে সেই রকম গুরুত্ব দিয়ে ব্যবস্থাগুলো নেয়া হয়নি।

স্থানীয় সরকারসহ উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিলো নির্বাচনে অংশ নেয়ার। শুধুমাত্র কোভিড-১৯ এর কারণে আমরা গত দুইটি উপ-নির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীকালে আমরা প্রচারণায় যাইনি, আমরা সরে দাঁড়িয়েছি। আমরা উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহন করবো সেই সিদ্ধান্তই আছে। সে অনুযায়ী আমরা ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে অংশ নেবো। সে হিসেবে আগামী ১০ তারিখে নমিনেশন ফরম বিক্রি করা হবে। ১২ তারিখে পার্লামেন্টারি বোর্ড সাক্ষাৎকারের জন্য বসবে প্রার্থী চুড়ান্ত করার জন্যে।

মেজর অবসরপ্রাপ্ত সিনহার হত্যার ঘটনা বিগ রুটেড উল্লেখ করে ফখরুল বলেন, এখানে অনেকগুলো বিষয় সামনে চলে এসেছে। একটা হচ্ছে, স্পস্ট এক্সট্টা জুডিশিয়াল কিলিং। পুলিশকে এই অথোরেটি কে দিয়েছে? এখন পর্যন্ত আমাদের জানা নেই যে, পুলিশ মূহুর্তের মধ্যে কাউকে গুলি করে হত্যা করতে পারে। দুই নাম্বার হচ্ছে যে, হত্যার ইম্যুনিটি (দায়মুক্তি) দেয়া হয়েছে কিনা। আমরা জানি না।

সিনহা হত্যাকান্ডের ঘটনা ধামচাপা দেয়া হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, দেখুন এই সিনহার বিষয়টাকে কিভাবে ধামাচাপ দেয়ার চেষ্টা হচ্ছে এবং এখনো হচ্ছে। বলা হচ্ছে যে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কোনোভাবে এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা যে রিপোর্ট পড়লাম গণমাধ্যমের মাধ্যমে সেই রিপোর্টে বলা হয়েছে যে, প্রায় ২০০ লোক কিলিং হয়েছে কক্সবাজারে, সেগুলো বিচারবহির্ভুত হত্যা। পুলিশের এজেন্সিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থারা তারা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই সমস্যা বিএনপির সমস্যা নয়, গোটা জাতির সমস্যা।

দিনাজপুরের ইউএনও’র ওপর হামলার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দিনাজপুরের ঘোড়ারঘাটে ইউএনওকে রাতে তাকে হত্যার জন্য এভাবে আহত করা হলো, তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আর দেখা গেলো অল অন এ সাডেন র‌্যাব একটা প্রেস কনফারেন্স করে বলে দিলো যে, এটা চুরির জন্য এই আক্রমণ করা হয়েছে। যেটা আমরা মনে করি যে, একেবারেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক প্রতিচ্ছবি। দুইটি দিক থেকে। একটা হচ্ছে ‘ল লেস নেস। বাড়িতে ঢুকে যে কাউকে মেরে দেয়া যায়, কাউকে আঘাত করা যায়। আরেকটা হচ্ছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থাগুলোকে কারো কাছে জবাবদিহি করতে হয় না বলেই চট করে একটা সংবাদ সম্মেলন করে বলে দেয় যে, চুরির জন্য ঘটনা ঘটছে। গোটা বিষয়টা ডাইভার্ট হয়ে গেলো।
গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠায় জনগনকে ‘ঘুরে দাঁড়ানো’ উচিত উল্লেখ করে ফখরুল বলেন, মানুষের এখন এই সরকারের কাছে জবাব চাওয়া উচিত। সরকারকে বলা উচিত-এনাফ ইজ এনাফ। দয়া করে বাংলাদেশের মানুষকে ক্ষমা দাও, তোমরা চলে যাও এবং তত্ত্ববধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করে জনগনের সরকার প্রতিষ্ঠা করবার ব্যবস্থা করো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status