অনলাইন

চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারপিট, সাঁথিয়া ছাত্রলীগ সম্পাদক আটক

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে

২৯ আগস্ট ২০২০, শনিবার, ১১:৩০ পূর্বাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা (৩০) কে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ৷  চাঁদা না পেয়ে সরকারি উন্নয়ন কাজ বাঁধা দিয়ে কাজের সাথে সংশ্লিষ্টদের
মারপিট করার অভিযোগে তাঁকে আটক করা হয় ।
ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সাঁথিয়া উপজেলার কোনাবাড়ি থেকে পাটগাড়ি পর্যন্ত ২৪ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের কাজ করছেন ঢাকার প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এন্ড কনষ্ট্রাকশনস্ লিমিটেড। কাজ শুরুর পর থেকেই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা বেশ কিছু দিন ধরে বিপুল অংকের টাকা চাঁদা দাবি করে আসছিল। শনিবার সে চাঁদার দাবীতে এসে কাজ বন্ধ করে দেয় এবং সুপারভাইজার ইয়াছিন আলী (২৫) কে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকে আটক করে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা আসাদুজ্জামান জানান, এ ঘটনায় এমএম বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানার বিরুদ্ধে ভূমিদখল, জলমহাল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status