বাংলারজমিন

চৌদ্দগ্রামে দেশীয় রিভলবারসহ যুবক আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

২৭ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় তৈরি রিভলবার, চার রাউন্ড গুলি ও বিশ বোতল ফেনসিডিল সহ মো. মানিক (৩৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সে ফেনী সদর থানার পাঁচগাছিয়া গ্রামের মো. শামসুল হকের ছেলে। বুধবার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা কোটবাড়ীস্থ ১০ বিজিবি ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকী।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে সাতঘরিয়া বিওপি’র ইনচার্জ সুবেদার মো. সাদেকুর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল আলকরা ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ কাইচ্ছুটি এলাকায় অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে এক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি ধাওয়া করে একটি দেশীয় তৈরি রিভলবার, চার রাউন্ড গুলি ও বিশ বোতল ফেনসিডিলসহ মানিককে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় বিজিবি’র সুবেদার সাদেকুর রহমান বাদী হয়ে আটককৃত মানিকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। আসামি মানিককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম খানার এসআই মো. খায়ের উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বিজিবি এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status