বাংলারজমিন

সাবেক এমপি ইসরাফিলের বিরুদ্ধে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

২৪ আগস্ট ২০২০, সোমবার, ৮:১৫ পূর্বাহ্ন

 সাবেক এমপি ইসরাফিল আলমের জোরপূর্বক দখলকৃত জমিগুলো ফেরতের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার বেলা ১২টায় শহরের মুক্তির মোড়ে রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সদস্যরা  ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে ভুক্তভোগী সাদেকুল ইসলাম, আব্দুস সামাদ, খোদাবক্স ও আব্দুস সাত্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তরা বলেন, সাবেক এমপি ইসরাফিল আলম তার গুণ্ডাবাহিনী দিয়ে জোর করে ধান কেটে নিয়ে সেখানে প্রাচীর দিয়ে আমাদের জমি জবরদখল করে। শুধু জমি দখল করেই ক্ষান্ত হয়নি বরং নানা ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করে ক্ষতি করতে থাকে অনবরত। এমনকি গুণ্ডা ও পুলিশবাহিনী দিয়ে পিস্তল ধরে জোর করে ধরে নিয়ে গিয়ে অভিনব কৌশলে কিছু কিছু জমি রেজিস্ট্রি করে নেয় অনেকের কাছ থেকে। আবার অনেকের জমি এখনো রেজেস্ট্রিই হয় নাই। অনেকের জমিতে জোর করে মাটি কেটে পুকুর খনন করে মাছ চাষ করে। নদীর পার্শ্ববর্তী জমি থেকে বালু উত্তোলন করে নদীগর্ভে বিলীন করে দেয় অনেকের জমি। তার ভয়ে অতিষ্ঠ ছিলাম আমরা। এছাড়াও জমির শোকে ৭ জন মৃত্যুবরণও করেন। তাই তার মৃত্যুর পরে জবর দখল করা জমি আমাদের পূর্বের দখল অনুযায়ী খারিজ, খাজনা, দলিল, ডিসিআর বা চেক দেখে যার যার জমি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মানববন্ধনে  দুই শতাধিক ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status