ফেসবুক ডায়েরি

আঙ্কেল, করোনাতো চলে গেছে

ড. আসিফ নজরুল

১৭ আগস্ট ২০২০, সোমবার, ১১:৫১ পূর্বাহ্ন

কাল গিয়েছিলাম বাবা-মা’র কবর জিয়ারতে। ফিরে আসার সময় সব্জি কিনলাম পলাশীর বাজার থেকে। বাসার গৃহকর্মীকে বললাম ভালো করে ধুয়ে নিও সাবান পানিতে। সে বলে: আঙ্কেল করোনা তো চলে গেছে। ক্ষুদ্ধ হয়ে বললাম: কে বলছে তোমাকে? বলে: খবরে তো দেখি। মন্ত্রীরাও তো বলে! মনে পড়লো স্বাস্থ্যমন্ত্রীর কথা। আরো কারো কারো কথা। এমন একটা বার্তা দিচ্ছেন তারা যে দেশ থেকে করোনা চলে যাওয়ার পথে। এর ভয়ংকর পরিণতি কি উপলদ্ধি করেন উনারা? করোনায় দেশে যখন প্রতিদিন কমপক্ষে ৩০-৪০ জন করে মারা যাচ্ছে তখন এমন কথাবার্তা তারা কি বিবেচনায় বলছেন? তাছাড়া করোনা চলে গেলেও বারবার তা ফিরে আসে। ভিয়েতনাম, দক্ষিন কোরিয়া আর নিউজি‌ল্যান্ডের মতো করোনা মোকাবেলায় সফল দেশে এমন ঘটনা ঘটছে। করোনার সেকেন্ড ওয়েভ হচ্ছে ইউরোপের বহু দেশে। একজন স্বাস্থ্যমন্ত্রীর কি এসব জানার কথা না? বেপরোয়া কথাবার্তা বলে কেন তিনি তাহলে জনস্বাস্থ্যকে আরো ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন? আশ্চর্য লাগে ভেবে এতোবড় দল আওয়ামী লীগ, জাহিদ মালিকের একটা ভালো বিকল্প খুজে পায়না তারা? তাকে একটু হুশ করে কথা বলতে পরামর্শ দিতে পারেনা কেউ? নাকি শুধু প্রচারণার তোপে করোনা নির্মূল করার নীতি নিয়েছে পুরো সরকার ব্যবস্থা?

লেখাটি অধ্যাপক আসিফ নজরুলের ফেসবুক পেজ থেকে নেয়া
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status