অনলাইন

এনবিআরের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

অর্থনৈতিক রিপোর্টার

১৫ আগস্ট ২০২০, শনিবার, ৯:১০ পূর্বাহ্ন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শনিবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের নেতৃত্বে এনবিআরের ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউস, কর অঞ্চল এবং দপ্তর, সংস্থাসমূহের কর্মকর্তারা ধানমণ্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এনবিআরের সদস্য, কাস্টমস, ভ্যাট ও আয়কর কমিশনার, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর ধানমণ্ডির তাকওয়া মসজিদে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের বর্ণাঢ্য কর্মময় জীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে এনবিআর, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও এর অধীনস্থ মাঠ অফিসসমূহ এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল, ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এছাড়া বিসিএস (কর) একাডেমি এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, এনবিআরের আওতাধীন ৬টি কাস্টমস হাউস, ১২টি ভ্যাট কমিশনারেট, ৩১টি কর অঞ্চলসহ সারাদেশে সকল দপ্তর ও মাঠ অফিসে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, পুষ্পস্তবক অর্পণ, স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিশেষ দোয়ার আয়োজন করছে।
অপরদিকে ১৫ই আগস্ট কালরাত্রিতে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) এসোসিয়েশন ও বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশন। দুই এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মহাসচিবের নেতৃত্বে এসোসিয়েশনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status