বিনোদন

ফিরছেন নাবিলা

স্টাফ রিপোর্টার

১৬ আগস্ট ২০২০, রবিবার, ৮:৪৯ পূর্বাহ্ন

‘আয়নাবাজি’ চলচ্চিত্র দিয়ে বাজিমাত করেন মাসুমা রহমান নাবিলা। দর্শক ও চলচ্চিত্রের বোদ্ধাদের প্রশংসায় ভাসেন তিনি। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই ছবিটি ২০১৬ সালে মুক্তি পায়। তবে প্রথম ছবির পর অনেক দিন নতুন কোনো চলচ্চিত্রে নেই তিনি। এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে। খুব শিগগির তাকে দেখা যাবে ‘আগস্ট-১৯৭৫’ শিরোনামের একটি চলচ্চিত্রে। এতে তিনি লেখক ও রাজনীতিক বেবী মওদুদের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি নিয়ে নাবিলা বলেন, অনেকদিন ভালো একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম। যখন জানলাম বেবী মওদুদের চরিত্রে কাজ করতে হবে তখন আর না করতে পারিনি। এছাড়া ১৯৭৫ সালের ১৫ই আগস্টের অন্ধকারতম ঘটনাটিকে ঘিরে নির্মিত হয়েছে এই ছবি। এটি আমাদের জন্য বিশেষ একটি দিন বলে মনে করি। শুটিংয়ের আগে বেবী মওদুদ সম্পর্কে জানার চেষ্টা করেছি। কিছু ভিডিও ক্লিপ দেখে তার কথা বলার ধরন, বাচনভঙ্গি রপ্ত করার চেষ্টা করেছি। কাহিনীর প্রেক্ষাপট নিয়ে পড়াশোনাও করেছি। গেল ঈদে এই গ্ল্যামারকন্যা ‘নাবিলার দিনরাত্রি’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। ঈদে দর্শকের মধ্যে এটি বেশ প্রশংসিত হয়। এদিকে নাবিলা এবার আসছেন ‘প্যারাসুট অ্যাডভান্সড মজবুত বন্ধনে বন্ধুত্ব কনটেস্ট’ শিরোনামের একটি প্রতিযোগিতা নিয়ে। এখানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনজনকে বিজয়ী হিসেবে বাছাই করা হবে বলে জানান তিনি। বিজয়ীদের সঙ্গে নাবিলা ভিডিওতে কথা বলবেন এবং সঙ্গে থাকছে আরো সারপ্রাইজ। কনটেস্টে অংশগ্রহণের সময়সীমা ২৩শে আগস্ট পর্যন্ত। ঈদের ছুটি শেষে অনেক তারকা এরই মধ্যে শুটিংয়ে ফিরেছেন। শুটিং নিয়ে নাবিলা কী ভাবছেন? তার ভাষ্য, আমি এখনো শুটিং কিংবা বাইরের স্বাভাবিক জীবনের জন্য প্রস্তুত নই। অনেক সাহস নিয়ে ‘আগস্ট-১৯৭৫’ চলচ্চিত্রের কাজে বের হয়েছিলাম। আপাতত আর কাজে ফিরছি না। কারণ আমি নিজের চোখে দেখেছি করোনা আক্রান্ত রোগীর কষ্ট কেমন হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status