এক্সক্লুসিভ

ওয়েবিনারে আন্তর্জাতিক নগর কৃষক সম্মেলন

স্টাফ রিপোর্টার

১৬ আগস্ট ২০২০, রবিবার, ৮:২৫ পূর্বাহ্ন

করোনাকালীন বৈশ্বিক বিপর্যয়ের কঠিন পরিস্থিতিতে নগরকৃষি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এক অনুষঙ্গ। নগরকৃষি একদিকে যেমন নগরের প্রাকৃতিক পরিবেশকে সবুজ-শ্যামল রাখতে সহায়তা করছে অন্যদিকে এটি হয়ে উঠছে নিরাপদ খাদ্যের অনন্য আধার। খ্যাতিমান উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কৃষির বহুমুখী সমপ্রসারণ ও উন্নয়নে কাজ করে চলেছেন। তিনি ’৮০-র দশকে বাংলাদেশ টেলিভিশনে কাজী পেয়ারার আবাদ সমপ্রসারণের প্রচারের মধ্য দিয়ে ছাদবাগানে মানুষকে উদ্বুদ্ধ করার কাজ শুরু করেন। গত চার বছর আগে সেই ধারাবাহিকতায় চ্যানেল আইতে শুরু করেন ছাদকৃষি, এর পরবর্তীতে প্রবাসে বাঙালির আঙিনা কৃষি। এই কার্যক্রমে যুক্ত কৃতী নগরকৃষকদের নিয়ে আজ বিকাল ৫টায় আন্তর্জাতিক ‘নগরকৃষক সম্মেলন-২০২০’ শীর্ষক একটি ওয়েব কনফারেন্সের আয়োজন করা হয়েছে। শাইখ সিরাজের সঞ্চালনায় কনফারেন্সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী, কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা সিটি করপোরেশন (উত্তর)-এর মেয়র আতিকুল ইসলাম, এশীয় উন্নয়ন ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. পারভেজ ইমদাদ। ইউরোপ, আমেরিকা, এশিয়াসহ বিশ্বের নানা প্রান্তের নগরকৃষকদের অংশগ্রহণে কনফারেন্সে নগরকৃষির বৈশ্বিক বিবর্তন, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা নিয়ে আলোচনা করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status