বিশ্বজমিন

মুসলিমদের পেছন থেকে ছুরি মেরেছে আমিরাত: ইরান

মানবজমিন ডেস্ক

১৬ আগস্ট ২০২০, রবিবার, ৮:২১ পূর্বাহ্ন

 মুসলিমদের পেছন থেকে ছুরি মেরেছে আরব আমিরাত। ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যেকার চুক্তি সমপর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন মন্তব্য করেছে ইরান। এ চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার কূটনৈতিক সমপর্ক স্থাপিত হতে চলেছে। এর মধ্য দিয়ে আরো একটি আরব রাষ্ট্র থেকে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার পথও উন্মোচিত হয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
চুক্তি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। শুক্রবার দেয়া ওই বিবৃতিতে বলা হয়, ইসরাইলের সঙ্গে সমপর্ক স্বাভাবিক করা অত্যন্ত বিপজ্জনক ও লজ্জার বিষয়। ইসরাইল উপসাগরীয় অঞ্চলের রাজনীতির ভারসাম্য নষ্ট করবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, এই চুক্তির ফলে যে পরিণতি হতে চলেছে তার সমস্ত দায় আরব আমিরাত সরকারের। একে আবুধাবির কৌশলগত বোকামি বলেও আখ্যায়িত করে ইরান। ইসরাইলের সঙ্গে সমপর্ক স্থাপনের এই সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণ কখনো মেনে নেবে না এবং এ জন্য কখনই আরব আমিরাতকে ক্ষমা করা হবে না।
নতুন চুক্তির ফলে উপসাগরীয় অঞ্চলের প্রথম রাষ্ট্র ও তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সমপর্ক স্থাপন করলো সংযুক্ত আরব আমিরাত। এর আগে জর্ডান ও মিশরের সঙ্গে ইসরাইলের এ ধরনের সমপর্ক ছিল। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দুই দেশের মধ্যে পর্যটন, সরাসরি বিমান চলাচল ও দূতাবাস নির্মাণ বিষয়ক চুক্তি হতে চলেছে। তবে ইরান এ চুক্তিকে বলছে, ফিলিস্তিনি জনগণ ও মুসলিমদের পেছন থেকে ছুরিকাঘাত। ইরানের পার্লামেন্টের সিপকার হোসেন আমিরাব্দুল্লাহিয়ান বলেন, এই চুক্তিকে বাতিল করতে হবে। সংযুক্ত আরব আমিরাত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করছে না, তারা যা করছে তাতে জায়নবাদীরা আরো শক্তিশালী হয়ে উঠবে। দেশটির শক্তিশালী রেভ্যুলুশনারি গার্ডের সাবেক প্রধান মোহসীন রেজাই বলেন, গত ১০ বছর ধরে আরব আমিরাত নিজেকে ইসরাইলের জন্য ‘বেহেশত’ হিসেবে গড়ে তুলেছে। কোনো মুসলিম বা কোনো আরব ফিলিস্তিনিদের সঙ্গে প্রতারণা করতে পারে না। শুধু কিছু কাপুরুষ পেছন থেকে ছুরি মারতে পারে। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের নেটওয়ার্ক গড়ে তুলতেও সাহায্য করছে বলে দাবি করেছেন রেজাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status