অনলাইন

শোক দিবসে দক্ষিণ সিটির ২১ নং ওয়ার্ডে ভিন্নধর্মী আয়োজন

স্টাফ রিপোর্টার

১৫ আগস্ট ২০২০, শনিবার, ৭:২৫ পূর্বাহ্ন

পনের আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার শাহবাগ, পরীবাগ, নীলক্ষেত, হাতিরপুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ১১টি মসজিদে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ-মাহফিল আয়োজনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। দুপুরে ২১ নং ওয়ার্ড এলাকায় ছিন্নমুল মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। করোনাকালীন পরিস্থিতিতে জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেলে শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়। এ কার্যক্রমে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির অংশ নেন। এ ব্যাপারে হুমায়ুন কবির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে আসাদের এ ধরণের মানবিক, সামাজিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আসাদের মত তরুণ মুজিব আদর্শের যোদ্ধারাই জননেত্রী  শেখ হাসিনার আগামীর বাংলাদেশের হাতিয়ার। আসাদুজ্জামান আসাদ বলেন, আজকে এ শোকের দিনে পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমাদের এগিয়ে যেতে হবে।
দিনব্যাপী এ সকল কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিলাল রায়, সহ-সভাপতি মজুমদার মকবুল, সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং শাহবাগ থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এম এ মোতালেব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status