খেলা

স্মার্টওয়াচ পরে আম্পায়ারিং, বিতর্কে কেটেলবরো

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০২০, শনিবার, ২:৪২ পূর্বাহ্ন

ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার চলমান সাউদাম্পটন টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে আছেন রিচার্ড কেটেলবরো। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে স্মার্টওয়াচ পরে আম্পায়ারিং করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
ইচ্ছা করে স্মার্টওয়াচ পরে মাঠে আসেননি ইংলিশ আম্পায়ার কেটেলবরো। ভুল বুঝতে পেরে তৎক্ষণাত সেটি খুলে ফেলেন তিনি। বিষয়টি আইসিসির দুর্নীতি-বিরোধী ইউনিটকেও (আকসু) অবহিত করেন কেটেলবরো। ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, স্মার্টওয়াচ পরে আইসিসির ‘প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া রেগুলেশন’  (পিএমওএ) ভঙ্গ করেছেন কেটেলবরো। আইসিসির এলিট প্যানেলের  আম্পায়ার হয়েও কীভাবে এমন ভুল করলেন তিনি, এ নিয়ে আলোচনা চলছে। তবে সম্ভবত এ আম্পায়ারের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না আইসিসি।


ম্যাচ শুরুর আগে আম্পায়ার ও খেলোয়াড়দের জন্য নিয়ম হলো তারা  ব্যক্তিগত সেলফোন, স্মার্টওয়াচ বা বার্তা আদান-প্রদান করা যায় এমন ডিভাইস আকসুর কাছে জমা রাখবেন। দিনের খেলা শেষে আবার সেগুলো ফেরত পাবেন। ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের মতো দুর্নীতি রুখতেই আকসু এটা করছে।
কেটেলবরোই প্রথম নন; ২০১৮তে লর্ডস টেস্টের প্রথম দিন স্মার্টওয়াচ পরে খেলে আলোচনার জন্ম দেন পাকিস্তানি ক্রিকেটাররা। বিষয়টি আকসুর নজরে এলে, স্মার্টওয়াচ ব্যান করা হয়। এরপর চলতি বছরের শুরুতে ম্যাচের সময় ক্রিকেটারদের স্মার্টওয়াচ ব্যবহার নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status