দেশ বিদেশ

ডিএনসিসিতে আরো ৭২টি স্থাপনায় এডিসের লার্ভা শনাক্ত

স্টাফ রিপোর্টার

১৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৯:০৮ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) চলতি মাসের চিরুনি অভিযানের পঞ্চম দিনে আরো ৭২টি স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে। এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে ৭ হাজার ৯৩৪টি স্থাপনায়। গতকাল ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এডিসের লার্ভা শনাক্ত করে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪টি মামলায় ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। চিরুনি অভিযান চলাকালে সম্ভাব্য সকল এডিস মশার প্রজননস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাপূর্বক কীটনাশক ছিটানো হয়েছে। জনসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকতেও বলা হয়েছে। এর আগে ৮ই আগস্ট থেকে ১০ দিনব্যাপী শুরু হওয়া চিরুনি অভিযানে গতকাল পর্যন্ত ৬৫ হাজার ৮৬৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে  ৩৫৬টিতে এডিসের লার্ভা পাওয়া যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status