কলকাতা কথকতা

কলকাতা কথকতা

নির্মমতার অপর নাম কলকাতার বেসরকারি হাসপাতাল, দর কষাকষিতে অ্যাম্বুলেন্সে মৃত বৃদ্ধা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ১:৩৩ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত বৃদ্ধাটিকে আত্মীয় পরিজন এনেছিলেন দক্ষিণ কলকাতার ডিসান হাসপাতালে ৷  আত্মীয়দের সঙ্গে ভর্তির টাকা নিয়ে দর কষাকষির মধ্যে অ্যাম্বুলেন্সেই  মৃত্যু হল বৃদ্ধার৷   ঘটনাটিকে কেন্দ্র করে গোটা কলকাতায় যেমন হইচই শুরু হয়েছে,  ঠিক তেমনই রাজ্য স্বাস্থ্য কমিশন স্বতঃপ্রবৃত্ত মামলা করলো ডিসানের বিরুদ্ধে ৷ স্বাস্থ্য কমিশন গঠিত হওয়ার পর  এই প্রথম নিজে থেকে কোন হাসপাতালের বিরুদ্ধে তারা মামলা করলো ৷  শুনানি সতেরো অগাস্ট৷ তমলুকের এক বৃদ্ধ দম্পতি কলকাতায় আসেন চিকিৎসার জন্যে ৷   বৃদ্ধ কলকাতাতেই মারা যান ৷  এরপর বৃদ্ধার শরীরে করোনা ধরা পড়ায় তাঁকে পার্ক সার্কাস এর এক হাসপাতালে  ভর্তি করা হয় ৷  সেখানে করোনা চিকিৎসার ব্যবস্থা না থাকায় এই বৃদ্ধাকে ডিসান হাসপাতালে নিয়ে আসা হয়৷ মুমূর্ষু বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে রেখে পরিজনরা হাসপাতালে যান ৷   হাসপাতালের ফ্রন্ট ডেস্ক বৃদ্ধাকে ভর্তি করার জন্যে তিন লক্ষ টাকা দাবি করেন ৷ দর কষাকষি চলে ঠিক মাছের বাজারের মতো ৷  পরিজনরা কোনোরকমে দু লক্ষ আশি হাজার টাকা জোগাড় করে জমা দিয়ে অ্যাম্বুলেন্স এর কাছে এসে দেখেন বৃদ্ধার মৃত্যু হয়েছে৷  বিনা চিকিৎসায় মারা গেছেন বৃদ্ধা ৷  এরপরই হইচই শুরু হয় ৷   ডিসান কর্তৃপক্ষের দাবি,  বৃদ্ধাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল ৷  বিষয়টি এখন রাজ্য স্বাস্থ্য কমিশন এর বিচারাধীন ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status