অনলাইন

ধামরাইয়ে বন্যার্তদের ত্রাণসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

১২ আগস্ট ২০২০, বুধবার, ২:৫৮ পূর্বাহ্ন

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে বন্যার্তদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারসামগ্রীসহ মিজানুর রহমান মিজু (৬০) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে র‌্যাব-৪। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের আমছিমোড় এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে এসব ত্রাণের চালসহ তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান মিজু উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি আমছিমোড় এলাকার আফসার উদ্দিনের ছেলে৷। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ। তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তার বাড়ির একটি টিনশেড কক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া ৫৬০ (৩৫ বস্তা) কেজি চাল উদ্ধার করা হয়। এসব চালের বস্তার গায়ে ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য’ লেখা রয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। আটককৃত চেয়ারম্যানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status