বাংলারজমিন

কুমিল্লায় আক্তার হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামি

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১২ আগস্ট ২০২০, বুধবার, ৮:৫৩ পূর্বাহ্ন

কুমিল্লা নগরের চাঙ্গিনী এলাকার ব্যবসায়ী আক্তার হোসেন হত্যা মামলার প্রধান আসামি ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবলীগের বহিষ্কৃত প্রথম যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনকে গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবি জানিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেছেন নিহত ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। দুপুরে চাঙ্গিনী সার্বিক গ্রাম উন্নয়ন  সমবায় সমিতির হলরুমে ওই সংবাদ সম্মেলন হয়।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নিহত ব্যবসায়ী আক্তার হোসেনের ছোটভাই ইঞ্জিনিয়ার শাহজালাল আলাল। ব্যবসায়ী আক্তার হোসেন হত্যার একমাস পূর্ণ হওয়া উপলক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে অবিলম্বে কাউন্সিলর আলমগীর হোসেনকে গ্রেপ্তার ও কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করতে হবে। কাউন্সিলর ও তার ভাইদের অপকর্মের তদন্ত করে  বিচার করতে হবে। কাউন্সিলরের ভাই ও আক্তার হোসেন হত্যা মামলার আসামি কুমিল্লা সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে।  হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার করে দ্রুত চার্জশিট দিয়ে বিচার কাজ শুরু করতে হবে এবং  নিহত ব্যক্তির পুরো পরিবারের নিরাপত্তা জোরদার করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত ব্যবসায়ীর ভাই কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ২৩ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মো. মনির হোসেন, আরেক ভাই একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক,  মো. শাকিল আহমেদ (হাফেজ মো. মনির হোসেনের ছেলে), নিহত ব্যবসায়ী আক্তার হোসেনের সহধর্মিণী রেখা বেগম ও  চাঙ্গিনী দক্ষিণ মোড় বাইতুন নূর জামে মসজিদের ইমাম মো. শহীদুল ইসলাম। ॥
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status