বাংলারজমিন

বেগমপুর-জগন্নাথপুর সড়কের বেহাল দশা

জয়নাল আবেদীন, ওসমানীনগর (সিলেট) থেকে

১২ আগস্ট ২০২০, বুধবার, ৭:৪৭ পূর্বাহ্ন

সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেগমপুর-জগন্নাথপুর সড়কের স্থানে স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পরিণত হয়েছে মরণ ফাঁদে। সংস্কারের অভাবে হয়ে আছে চলাচলের অনুপযোগী। সড়কটি দ্রুত সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগরের বেগমপুর হতে সুনামগঞ্জের জগন্নাথপুর সড়কটি দুই উপজেলার অবহেলিত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের যাতায়তের একমাত্র মাধ্যম। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক বাসিন্দারা। শুকনো মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শিক্ষার্থীরাসহ জনসাধারণ। গাড়ি ভাড়া গুণছেন অতিরিক্ত। দেশের গ্রামীণ জনপদগুলোকে শহরের সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসতে বর্তমান সরকার যেখানে বদ্ধপরিকর সেখানে অবহেলিত জন গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশার দূরীকরণে উপজেলা এলজিইডির দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের দায়সারা ভাব জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের সড়কটির ওসমানীনগর অংশের ১০ কিলোমিটার এলাকার সংস্কার কাজের জন্য ৫ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ৪৯৮ টাকায় চুক্তিবদ্ধ হয় ঠিকাদারী প্রতিষ্ঠান এন.আর.জে.বি। এলজিইডির তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম দিকে সংস্কার কাজ শুরুর এক মাসের মধ্যে অজানা কারনে কাজ বন্ধ করে চলে যায় সংশ্লিষ্টরা। ঠিকাদারী প্রতিষ্ঠানের রেখে যাওয়া ভাঙ্গাচোরা ইট-পাথরে বর্তমানে সড়কটিতে জনসাধারণের দুর্ভোগে আরও বেড়ে যেতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা এস এম মাসুদ আহমদ জানান, ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের রহমতপুর, নুরপুর, লামা গাভুরটিকি, বেড়ারাই, চাতলপার, উত্তর কালানিচর, দক্ষিণ কালনিচর সহ জগন্নাথপুর উপজেলার প্রায় ২০ গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম সড়কটি। বর্তমানে সড়কটির বেহাল অবস্থায় এমন হয়েছে যে রীতিমতো প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে অবহেলিত এলাকার বাসিন্দাদের।সড়কের একাধিক স্থানে সৃষ্ট গর্তগুলো ডোবায় পরিণত হয়েছে। ডোবা আকৃতির গর্তগুলোকে প্রবাসীসহ স্থানীয়দের সহযোগিতায় একাধিক সময়ে সংস্কার কাজ করালেও কয়েক দিনের মধ্যে গর্তগুলো আবারও পূর্বের আকার ধারণ করছে। এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী নাজমুল করিম জানান, আমি এ উপজেলার এলজিইডির দায়িত্বে নতুন যোগদান করেছি। জনগুরুত্বপূর্ণ ওই সড়কটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা পূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status