খেলা

ক্যাম্পের আগে আইসোলেশনে রেখে করোনা পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার

১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৯:১৭ পূর্বাহ্ন

ক্রিকেটারদের জন্য কোভিড-১৯ টেস্ট বাধ্যতামূলক। এমন কথা আগেই বলা হয়েছিল বিসিবির  মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে। তবে বিশাল পরিসরে করোনা পরীক্ষা করাও ছিল অনেক জটিলতার। আবার পরীক্ষার পর বাইরে রাখলেও ঝুঁকি থাকবে। তাই ঠিক করা হয় যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগেই ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে। তবে সব কিছু ছাপিয়ে প্রশ্ন ছিল ক্রিকেট মাঠে ফিরছে কবে! অবশেষে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা। তার আগে হবে ক্যাম্প। তবে এবারের ক্যাম্প হবে একেবারেই ব্যতিক্রম। সফরের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করা হবে তাদের সাবাইকে আগে থেকেই রাখা হবে আইসোলেশনে। এরপর হবে কোভিড টেস্ট। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, তাদেরকে আইসোলেশনে রেখে করোনা টেস্ট করাব। তারপরেই তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’ গেল জুনে ক্রিকেটারদের শরীরে করোনার উপস্থিতি আছে কিনা তা জানতে ‘কভিড-১৯ ওয়েল বিয়িং’ নামের একটি অ্যাপ চালু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিইও জানিয়েছেন এই ক্যাম্পের আগেই প্রতিটি ক্রিকেটারকে অ্যাপের মাধ্যমে নজরদরারিতে রাখা হবে। জানা গেছে সফরে যাওয়ার জন্য দেশে দুইবার ও শ্রীলঙ্কায় পৌঁছে একবার করোনা টেস্ট করা হবে টাইগারদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status