খেলা

অ্যাটলেটিকোয় করোনার থাবা

স্পোর্টস ডেস্ক

১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৯:১৫ পূর্বাহ্ন

দুইবার ফাইনাল খেলেও জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। এবারের আসরে অধরা ইউরোপ সেরার ট্রফি জয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল অ্যাটলেটিকো মাদ্রিদের। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছে ডিয়েগো সিমিওনের দল। বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো দলও। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়বে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মধ্যে যেকোন একটি। শেষ আটে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ তুলনামূলক সহজ, আরবি লাইপজিগ। শিরোপা স্বপ্নে বিভোর সিমিওনের দলে আঘাত হেনেছে করোনাভাইরাস। সোমবার পর্তুগালের বিমান ধরার কথা ছিল অ্যাটলেটিকোর। তার আগে করা ৯৩ জনের কভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন দু’জন। আক্রান্তদের নাম পরিচয় প্রকাশ করেনি ক্লাবটি। জানা গেছে, আক্রান্তের একজন খেলোয়াড় এবং অপরজন কর্মকর্তা। আগামী বৃহস্পতিবার সেমিতে উঠার লড়াইয়ে পর্তুগালের লিসবনে জার্মান ক্লাব আরবি লাইপজিগের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাবের দুইজনের করোনা পজিটিভ ধরা পড়ায় পর্তুগাল যাত্রা তাই পিছিয়ে গেছে সিমিওনের দলের। শেষ মুহূর্তে এসে অ্যাটলেটিকোর যাত্রা পিছিয়ে যাওয়ায় বৃহস্পতিবারের ম্যাচটি সূচি অনুয়ায়ী মাঠে গড়াবে কি না তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status