খেলা

এখনই অবসর নিচ্ছি না: অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট ২০২০, সোমবার, ৫:৩১ পূর্বাহ্ন

টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি জিমি অ্যান্ডারসন। ৫৯০ উইকেট নিয়ে রয়েছেন প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার দৌড়েও। তবে ৩৮ বছর বয়সী এই পেসারের সাম্প্রতিক সময়ের বাজে ফর্মের কারণে গুঞ্জন শুরু হয় অবসরের। সেসব নিয়েই আজ সোমবার সংবাদ সম্মেলন করেন অ্যান্ডারসন। সেখানে তিনি জানিয়ে দেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি।

পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে নিয়েছেন মাত্র ১ উইকেট। দ্বিতীয় টেস্টে তাই বিশ্রাম দেয়া হয়েছে এই ইংলিশ পেসারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টে নিয়েছেন পাঁচ উইকেট। পারফরমেন্সের নিম্নমুখিতায় অবসর নিয়ে বৃটিশ সংবাদমাধ্যমে শুরু হয় গুঞ্জন। অ্যান্ডারসন আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আরো লম্বা সময় খেলতে চাই। ম্যাচ খেলার জন্য আমি এখনো আগের মতোই ক্ষুধার্ত।’

সফরকারী পাকিস্তানের বিপক্ষে যে বাজে বোলিং করেছেন তা নয়। দ্বিতীয় ইনিংসে তার বলে ক্যাচও মিস হয়েছে। সে সময়টায় বেশ চাপ অনুভব করেছিলেন তিনি, ‘(পাকিস্তানের বিপক্ষে) আমি বাজে বোলিং করেছি বলে মনে করি না। বেশ কিছু সুযোগ তৈরি হলেও ভাগ্য সহায় ছিল না। আর ক্যাচ মিস হওয়ায় হতাশ হয়েছিলাম। আমি কিছুটা চাপ অনুভব করছিলাম। সেটা ম্যাচ পরিস্থিতির কারণে।’

প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর ১০ উইকেট লাগে অ্যান্ডারসনের। অসাধারণ এই মাইলফলককে বিশেষ কিছু নয় বলে জানালেন ‍তিনি, ‘৬০০ উইকেট আমার কাছে খুব বড় কিছু নয়। দলের জয়ে কতটুকু অবদান রাখতে পারলাম সেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারে এর আগেও দারুণ কিছু মাইলফলক স্পর্শ করেছি। আমি তাতে তৃপ্ত হইনি। আমি সব সময় চেয়েছি আরো উন্নতি করতে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status