বাংলারজমিন

ঘাটাইলে করোনায় আক্রান্ত পৌর মেয়র

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

১০ আগস্ট ২০২০, সোমবার, ১:০২ পূর্বাহ্ন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতায় অন্যতম ভূমিকা পালনকারী টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদ এবার নিজেই করোনা পজিটিভ হয়েছেন। গত রোববার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো মমিনুল হাসান হিমেল। ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদ মানবজমিনকে বলেন, গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আমার নমুনা দিয়েছিলাম। রোববার রাতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানানো হয়েছে আমার করোনাভাইরাস পজিটিভ। আমি ঘাটাইলবাসী তথা দেশের জনগণের কাছে আমার আশু রোগ মুক্তির জন্য দোয়া চাই। করোনাভাইরাস সংক্রমণরোধে শুরু থেকেই মাইক হাতে প্রচারণা চালিয়েছেন ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ। তিনি পৌরবাসীকে ও কর্মহীন ঘরে থাকা পরিবারগুলোর মাঝে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছেন। তিনি বিতরণ করেছেন লিফলেট, মাস্ক, হ্যান্ডবিল, সাবান প্রভৃতি। এলাকার গ্রাম, মহল্লা, মসজিদ, স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাটবাজারে জীবনুনাশক স্প্রে করেন। তিনি এই সময়ে কোন মৃত্যুর সংবাদ পেলে ছুটে গিয়ে জানাযা এবং দাফনে অংশ অংশ গ্রহন করতে।

মেয়র শহিদুজ্জামান খান শহীদ আরও জানান, ঈদের পরে গত সপ্তাহে জ্বর সহ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কিছু উপসর্গ দেখা দিলে আমি চিকিৎসকের পরামর্শে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নিজে আইসোলেশন ব্যবস্থাপনায় চলে যাই। পরে গত শুক্রবার নমুনা দিলে হাসপাতাল থেকে জানানো হয়েছে আমার করোনা পজিটিভ হওয়ার তথ্য। আমার শারীরিক অবস্থা বর্তমানে মোটামুটি ভালো রয়েছে।  

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো মমিনুল হাসান হিমেল জানান, গত শুক্রবার ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। রোববার পরীক্ষার প্রাপ্ত ফলাফলে পজেটিভ আসে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status