বিশ্বজমিন

চেক রিপাবলিকে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১১

মানবজমিন ডেস্ক

৯ আগস্ট ২০২০, রবিবার, ১১:১৯ পূর্বাহ্ন

চেক রিপাবলিকে একটি ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৩ শিশু রয়েছে বলে জানা গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর বহুমিনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যমে জানানো হচ্ছে, আগুন থেকে বাঁচতে ওপর থেকে লাফিয়ে নিচে নামতে গিয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া, ঘটনায় আরো অন্তত ১২ পুলিশ ও দমকলকর্মী আহত হয়েছেন।
এই অগ্নিকাণ্ডকে বলা হচ্ছে গত ৩০ বছরের ইতিহাসে দেশটির সবথেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকল কর্মীরা এ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তবে ভেতরে প্রবেশের পর সেখানে ৬ জনের লাশ পান। অপরদিকে ঝাপ দেয়া ৫ জনই মারা গেছেন। তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status