বাংলারজমিন

বানিয়াচংয়ে মাদকের টাকা না পেয়ে মা’কে কুপিয়ে জখম

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

৮ আগস্ট ২০২০, শনিবার, ৮:০৩ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে মাদকের টাকার জোগান দিতে না পারায় গর্ভধারিণী মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে পুত্র ছাদী মিয়া (১৯)। এ সময় বানিয়াচং থানার টহল পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলায় প্রাণে রক্ষা পান মা মুর্শেদা খাতুন। পরে এসিল্যান্ড ইফফাত আরা জামান ঊর্মি’র ভ্রাম্যমাণ আদালতে ছাদীকে ৬ মাসের কারাদণ্ডসহ ৫০০ টাকা জরিমানা করা হয়। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি এ সাজা দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বানিয়াচং থানা পুলিশসহ এলাকার শতশত মানুষ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপস্থিত ছিলেন। জানা যায়, উপজেলা সদরের গরীব হোসেন মহল্লা গ্রামের মো. চনু মিয়ার বখে যাওয়া পুত্র ছাদী নেশার টাকার জন্য প্রায়ই মাকে জ্বালাতন করে। টাকা-পয়সা না দিলেই ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। গত বুধবার সকাল ১০টার দিকেও নেশাদ্রব্য ক্রয়ের জন্য এক হাজার টাকা দিতে মাকে চাপ প্রয়োগ করে। মা অপারগতা প্রকাশ করলে, দা নিয়ে মায়ের দিকে তেড়ে যায়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে গিয়ে কুলাঙ্গার পুত্রের হাত থেকে মাকে রক্ষা করেন। পরে মা থানায় গিয়ে পুত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সন্ধ্যার দিকে কুলাঙ্গার ছাদী পুনরায় বাড়িতে গিয়ে দা দিয়ে মাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর সময় বানিয়াচং থানার টহল পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status