খেলা

ফুটবলারদের জন্য এএফসি’র ৭০ পৃষ্ঠার বিধি-নিষেধ

স্পোর্টস রিপোর্টার

৮ আগস্ট ২০২০, শনিবার, ৭:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) করোনাকালে ম্যাচ আয়োজনে বিধি-নিষেধ সংবলিত ৭০ পৃষ্ঠার এক তালিকা পাঠিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এই গাইডলাইন অনুসরণ করেই এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ পরিচালনা করতে হবে।
বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাকালের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে নির্দেশাবলী প্রদান করেছে সেটা আমলে এনেই তৈরি করা হয়েছে এএফসি’র গাইডলাইন। বর্তমানে করোনাভাইরাসের যে পরিস্থিতি তাতে এই সময়ের যেকোনো ফুটবল ম্যাচের আয়োজনই হবে দর্শকশূন্য গ্যালারিতে।
সঠিকভাবে স্টেডিয়ামের সব চত্বরে স্বাস্থ্য সুরক্ষার জন্য নজর যাতে রাখা যায় সেজন্য গোটা স্টেডিয়ামকে চারটি জোনে ভাগ করার নির্দেশাবলী দিয়েছে এএফসি। প্রতিটি জোনে দল, ম্যাচ অফিসিয়াল, দর্শক, মিডিয়া, হোস্ট ব্রডকাস্ট ও টিভি ক্রু’রা কী নিয়ম কানুন মেনে চলবেন- তার বিস্তারিত বিবরণ রয়েছে।
প্রতিটি দল পৃথক সময়ে স্টেডিয়ামে প্রবেশ করবে। স্টেডিয়ামে প্রবেশ এবং বের হওয়ার সময় তারা আলাদা গেট ব্যবহার করবে। পুরো দল ড্রেসিংরুমে যতটা সম্ভব কম সময় অবস্থান করবে। মাঠ সংলগ্ন টিম বেঞ্চে থাকার সময় সকল খেলোয়াড় এবং টিম অফিসিয়ালরা মাস্ক ব্যবহার করবে। হ্যান্ডশেক এড়িয়ে চলতে হবে। সর্বত্র পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার রাখতে হবে। মাঠে কোনো খেলোয়াড় আহত হলে চিকিৎসকদের অবশ্যই যথাযথ মাস্ক পরে মাঠে প্রবেশ করতে হবে। মাঠে কোনো খেলোয়াড় থুতু ফেলতে পারবেন না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status