অনলাইন

হাওরে নৌকাডুবি-

নিহতদের পরিবারে চলছে মাতম

অনলাইন ডেস্ক স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৬:৩৮ পূর্বাহ্ন

নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের একদিন পর এক তরুণের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। এদিকে নিহতদের স্বজনদের শোকের মাতম চলছে ময়মনসিংহ সদরের চরাঞ্চল চরসিরতা ইউনিয়নের কোনাপাড়া ও চরখরিচা গ্রামে। বুধবার নেত্রকোনার মদনের হাওরে নৌকাডুবিতে গৌরীপুরের ২ জন ও ময়মনসিংহ সদরের কোনাপাড়া গ্রামের একই পরিবারের আট সদস্যসহ তিন  গ্রামের প্রাণ হারিয়েছে ১৮ জন। নেত্রকোনা জেলার মদন উপজেলার তেলিখালি মাদ্রাসা পরিচালক মাওলানা শফিকুর রহমানের আমন্ত্রণে ও ময়মনসিংহ সদরের কোনাপাড়া গ্রামের মারকাজুল সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান নেতৃত্বে আনন্দ ভ্রমণে গিয়ে ময়মনসিংহ সদরের কোনাপাড়া ও চরখরিচা গ্রামের মাদ্রাসার মুহতামিম  ও শিক্ষকসহ তাদের পরিবারের শিশু সন্তানসহ প্রাণ হারায় ১৮ জন। বুধবার দুপুরে প্রাণহানির এই খবর কোনাপাড়া ও চরখরিচায় এসে পৌছালে শুরু হয় স্বজনহারাদের মাতম। বুকফাটা আর্তনাদ আর আহাজারিতে এসময় ভারী হয়ে উঠে বাতাস আশপাশের কয়েক গ্রাম। স্বজন ও এলাকাবাসী কিছুতেই এমন মর্মান্তিক মৃত্যুকে মেনে নিতে পারছে না। ময়মনসিংহ সদরের কোনাপাড়া গ্রামের মারকাজুল সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান, তার দুই পুত্র আসিফ (১৫) ও মাহবুব (১২), ভাগ্নে রেজাউল (১৫), ভাতিজা জোবায়ের (২০) ও জোনায়েদ (১৭), ভাতিজি লুবনা (১৩) ও জুলফা (৭)সহ আট সদস্য নৌকাডুবিতে প্রাণ হারান। পুরো বাড়ি জুড়ে এখন কেবল আহাজারি। ভাতিজি জামাতা মতিউর রহমান জানান, চাচা মাহফুজুর রহমান পরিবারের নয়জন সদস্যকে নিয়ে হাওরের পানি দেখার জন্য আনন্দ ভ্রমণে গিয়েছিলেন। এদের মধ্যে আটজন লাশ হয়েছেন। পাশের বাড়ির মাদ্রাসা শিক্ষক মাওলানা আজাহার আলী ও তার ব্যবসায়ী ভাতিজা জাহিদও এই নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন। মাওলানা আজাহারের চার মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। এতিম এই শিশুর কি হবে ভাবনায় বুকফাটা আর্তনাদ করছেন তার স্বজনেরা। এরকম আর্তনাদ আর শোকের মাতম চলছে চরখরিচা ও কোনপাড়া গ্রাম জুড়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status