বাংলারজমিন

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দোয়া

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বুধবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ)-এর মাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, এড. মো. রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওল, আব্দুর রহমান জামিল, এড. সৈয়দ শামীম আহমদ, জোবের খান, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, এড. গোলাম সোবহান চৌধুরী দিপন, কাউন্সিলর এড. সালেহ আহমদ সেলিম, নজমুল ইসলাম এহিয়া, জামাল আহমদ চৌধুরী, আব্দুস সোবাহান। মাজার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন তপন মিত্র ও বিধান কুমার সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবজাদ হোসেন আমজাদ, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, এড. আব্দুর রকীব বাবলু, সোয়েব আহমদ, এড. জাহিদ সরোয়ার সবুজ, ইমরুল হাসান, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ ছিদ্দিক আলী, জুনেদ আহমদ শওকত, মো. ওয়ারিছ মিয়া, এড. মোস্তাফা দেলোয়ার আজাহার, মুফতি আব্দুল খাবির, জায়েদ আহমদ খান সায়েক, শেখ সুহেল আহমদ কবীর, সোহেল বাছিত, সালেহ আহমদ প্রমুখ। এদিকে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়। এতে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বলেছেন, শেখ কামাল অফুরন্ত-অনিঃশেষ প্রাণশক্তির অধিকারী ছিলেন। বিরামহীনভাবে ছুটে চলা এই উদ্দীপ্ত কর্মনিষ্ঠ প্রাণের স্পন্দনকে চিরতরে স্তব্ধ করে দেয় খুনি-ঘাতক চক্র। এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হুমায়ুন ইসলাম কামাল, এডভোকেট শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, এডভোকেট মাহফুজুর রহমান, কবির উদ্দিন আহমদ, এডভোকেট রঞ্জিত সরকার, এমাদ উদ্দিন মানিক, ইফতিয়ার হোসেন পিয়ার, এ আর সেলিম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status