বাংলারজমিন

আমতলীতে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের খাদ্য সহায়তা

আমতলী (বরগুনা) প্রতিনিধি

৪ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৭:৪২ পূর্বাহ্ন

বরগুনার আমতলীতে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মাঝে খাদ্যসামগী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার  দুপুরে  থানা চত্বরে  আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদারের  সভাপতিত্বে আত্মসমার্পন কারী ৩৩ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের  মাঝে খাদ্য সামগ্রী  তুলে দেন  আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

এসময় আরও উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান. আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদিদ্দন মৃধা . হলদিয়া  ইউপি চেয়রম্যান মো. শহিদুল ইসলাম মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল,  কুকুয়া ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ ,থানার এস আই মো.নজরুল ইসলাম, এস আই  মিলন, এস আই সোহেল রানা , এ এস আই লিমনসহ সাংবাদিক  ও পুলিশের সদস্যরা।
আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা বলেন, আমরা  ওসি স্যারের নির্দেশনা মেনে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে এসেছি। করোনাভাইরাস আতঙ্কে কর্মহীন ঘরে ছিলাম। ঘরে খাবার নেই এ সময় এ খাদ্য সামগ্রী পেয়ে আমরা খুশি।
আমতলী  থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার  বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ৩৩ জন আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও সেবনকারী প্রত্যেককে ১০ কেজি চাল ৩ কেজি আলু ০১ কেজি লবন খাদ্য  সামগ্রী প্রদান করা হয়। আজকে যাদের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে তারা পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে আর মাদক খাবেও না বিক্রিও করবে না। তাদের বর্তমানে চলার কোন পথ নেই তাই খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status