বাংলারজমিন

তৃতীয় মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরখান আহমেদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

৪ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৬:৩৬ পূর্বাহ্ন

 কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তৃতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন লে. কর্নেল (অব:) ফোরখান আহমেদ। আগামী ১৪ই আগস্ট থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব মো অলিউর রহমান এই নিয়োগ চূড়ান্ত করেছেন। তিনি রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ আদেশ কার্যকর করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয়, যুগ্ম সচিব পদমর্যাদায় আগামী দুই বছরের জন্য লে. কর্নেল (অব:) ফোরখান আহমেদকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি যুগ্ম সচিব পদমর্যাদার বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন। সূত্রমতে, আগামী ১৩ই আগস্ট শেষ হবে কউক চেয়ারম্যানের মেয়াদকাল। ১৪ই আগস্ট থেকে শুরু হবে তৃতীয় মেয়াদের কার্যক্রম। ইতিপূর্বে দুই মেয়াদে ৪ বছর দায়িত্ব পালন করেছেন লে. কর্নেল (অব:) ফোরখান আহমেদ। তার মেয়াদকালে কক্সবাজার শহর ও আশপাশের এলাকাগুলোকে দৃষ্টিনন্দন ও পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলতে ব্যাপক কর্ম পরিকল্পনা হাতে নেন তিনি। উন্নয়ন কাজ করতে গিয়ে তিনি নানান প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। কক্সবাজারের বেশির ভাগ দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান তাকে অসহযোগিতা করেছে, এমন অভিযোগ রয়েছে। এরপরও তিনি থেমে থাকেননি। তিনি একাই লড়াই করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কে একটি ভৌত অবকাঠামোর উপর দাঁড় করান।  সাবেক এই সেনা কর্মকর্তা ১৯৭৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমীতে যোগদান  করেন। ১৯৮০ সালে সেকেন্ড লেফট্যান্ট হিসেবে কমিশন লাভ করেন।  লে. কর্নেল (অব.) ফোরখান আহমেদ কক্সবাজার জেলার ঈদগাও ইইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের  মোহাম্মদ নাজির হোসেন ও রূপবাহার বেগমের পুত্র।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status