খেলা

ফিফার পূর্ণ সমর্থন পাচ্ছেন ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক

৪ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৪:১১ পূর্বাহ্ন

সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেল মাইকেল লবারের সঙ্গে বৈঠকের জের ধরে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে গত সপ্তাহে অপরাধ তদন্তে নেমেছে দেশটির শীর্ষ প্রসিকিউশন বিভাগ। এই তদন্তে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি বলেছে, সুইস কর্তৃপক্ষ অকারণে তার (ইনফান্তিনো) বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে। ফিফা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইনফান্তিনো ফিফার ভেতরে এবং বিশ্বজুড়ে তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবেন। তারা এটাও নিশ্চিত করেছে প্রেসিডেন্ট পদে থেকেই তদন্তের কাজে সাহায্য করবেন ইনফান্তিনো। লবারের সঙ্গে তার বৈঠকের ব্যাপারেও আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিয়েছে ফিফা। বিবৃতিতে তারা বলেছে, ‘কোনোরকম অপরাধমূলক কর্মকা- দূরতর সম্ভাবনা ছিল না এবং কোনোরকম অন্যায় এখানে আদৌ করা হয়নি।’

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার সুইস কর্তৃপক্ষ জানায়, ফিফা সভাপতি অনৈতিক সুবিধা পাওয়ার আশায় সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লবারের সঙ্গে সন্দেহজনক কয়েকটি বৈঠকে মিলিত হয়েছিলেন। আর এজন্য তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি দেখছেন বিশেষ কৌঁসুলি স্টেফান কেলার। লবার এবং ইনফান্তিনো দুজনই অবশ্য কোনোরকম অন্যায় বা অপরাধ করার কথা অস্বীকার করেছেন। আর ফিফা তাদের বিবৃতিতে বলেছে, এ বৈঠকগুলো মোটেই গোপনে হয়নি; বরং তা হয়েছে জনসমক্ষে, হোটেল কিংবা রেস্তরাঁয়, অ্যাটর্নি জেনারেলের অফিসের পছন্দ অনুযায়ী। ফিফা এবং সভাপতির পক্ষ থেকে সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় কৌঁসুলির ওপর অনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে, এমন অভিযোগ সুনির্দিষ্টভাবে অস্বীকার করা হয়েছে ফিফার বিবৃতিতে। দাবি করা হয়েছে, তদন্তকারী কৌঁসুলি কেলার এই তদন্তের পেছনে কোনো আইনগত ভিত্তিও দাঁড় করাতে পারেননি।

মাইকেল লবারের সঙ্গে ইনফান্তিনোর সাক্ষাতের কারণ ব্যাখ্যায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, বৈঠকের সময়ে ফিফার ২০টি মামলা নিয়ে তদন্ত প্রক্রিয়া চলছিল। ইনফান্তিনো এসব ব্যাপারে কথা বলতেই দেশটির শীর্ষ আইনজীবী লবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ফিফা বলেছে,  ‘বৈঠকের সময় ওএজি (অফিস অফ অ্যাটর্নি জেনারেল) ফিফা সংক্রান্ত ২০টির ওপর মামলার কাজ পরিচালনা করছিল। ওসব তদন্তে ফিফাই ছিল ক্ষতিগ্রস্ত। ফিফা প্রেসিডেন্টের বৈঠকের পেছনে তাই যথেষ্ট যুক্তি ছিল। ফিফার পক্ষ থেকে তদন্তে সহায়তা করা আমাদের লক্ষ্য ছিল সবসময়। ফিফা প্রেসিডেন্ট ও ফিফা অফিসার শীর্ষ অ্যাটর্নির সঙ্গে দেখা করে ফিফার পরিবর্তন সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি তদন্তে সহায়তার নিশ্চয়তা প্রদান করেছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status