বিশ্বজমিন

অস্ট্রেলিয়ার মেলবোর্নে কঠিন লকডাউন ঘোষণা

মানবজমিন ডেস্ক

৩ আগস্ট ২০২০, সোমবার, ৩:৫২ পূর্বাহ্ন

পূর্ব ঘোষণা ছাড়াই আবারো লকডাউন ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। আগামি ৬ সপ্তাহ সেখানে কঠিন লকডাউন বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়েছে। এতে আশঙ্কা করা হচ্ছে, আবারো কাজ হারাতে চলেছেন হাজার হাজার মানুষ। এ খবর দিয়েছে লন্ডনভিত্তিক গণমাধ্যম ডেলি মেইল।
খবরে বলা হয়েছে, লকডাউনের ঘোষণার পর সেখানকার সুপারমার্কেটগুলোতে দেখা গেছে মানুষের উপচে পরা ভীর। আতঙ্কে মাংশ ও মাছ কিনে জমা করতে শুরু করেন স্থানীয়রা। লকডাউনের মধ্যে উৎপাদন কমে তিন ভাগের এক ভাগে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। লকডাউনের পাশাপাশি রাত ৮ টার পর থেকে সেখানে চলবে কারফিউ। আগামি ৬ সপ্তাহ বন্ধ থাকবে মেলবোর্নের সব শিক্ষা প্রতিষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, সমাবেশ ও চলাচল। নিজের বাড়ি থেকে নির্দিষ্ট বৃত্তের মধ্যে সবাইকে থাকতে হবে বলেও নির্দেশ দেয়া হয়েছে।
সেখানে গত বৃহস্পতিবার নতুন করে ৪২৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। এরপরই এই লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। এতে বন্ধ হয়ে যাবে সেখানকার হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান। শুধুমাত্র অতিপ্রয়োজনীয় জিনিসপত্রের জোগান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে এ জাতীয় ব্যবসা ছাড়া বাকিসবই বন্ধ করা হবে। এরইমধ্যে ব্যবসাগুলোকে তিনভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে প্রথম ধাপে রয়েছে অতিপ্রয়োজনীয় ব্যবসা, যা স্বাভাবিক সময়ের মতোই চলবে। দ্বিতীয় ধাপে রয়েছে এমন সব ব্যবসা যা সাময়িক সময়ের জন্য চালু করা যাবে। সর্বশেষ ধাপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আগামি ৬ সপ্তাহ পুরোপুরি বন্ধ রাখতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status