বাংলারজমিন

ফুফুর বাড়িতে মাংস দিতে গিয়ে লাশ হয়ে ফিরলো হাফেজ ফাহিম

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১ আগস্ট ২০২০, শনিবার, ১১:১৬ পূর্বাহ্ন

ফুফুর বাড়িতে মাংস দিতে গিয়ে দুই ভাইয়ের একজন লাশ হয়ে বাড়িতে ফিরেছে । আরেক ভাইয়ের অবস্থাও গুরুতর। তাদের মোটর সাইকেলের সংগে অন্য আরেকটি মোটর সাইকেলের সংঘর্ষে অপর মোটর সাইকেলের চালকও নিহত হন। আহত হয়েছেন ২ জন।
পবিত্র ঈদুল আজহার দিন শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার  সরাইল  উপজেলার   বৈশামোড়া  এলাকায়  ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মো. শরীফ (৩০) ও ফাহিম খান (১৮)। নিহত শরীফ নরসিংদীর বড়বাজার এলাকার আব্দুর  রউফের  ছেলে   আর  ফাহিম  ব্রাহ্মণবাড়িয়া শহরের  নয়নপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে। তারা দুজন মোটর সাইকেল চালাচ্ছিলেন। ফাহিম ও ইমরান মাংস নিয়ে জেলা সদর থেকে চান্দুরায় ফুফুর বাড়িতে যাচ্ছিলো। ফাহিম কোরআনে হাফেজ।
এঘটনায় শরীফের সহযাত্রী
কনক দাস (৩৫) ও ফাহিমের সহোদর ভাই ইমরান খান (২৫) আহত হয়েছেন। খাঁটিহাতা  হাইওয়ে   থানা   পুলিশের   ভারপ্রাপ্ত  কর্মকর্তা   (ওসি)   মো.মনিরুজ্জামান  জানান, বিকেল চারটার দিকে বৈশামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দুই দিক থেকে আসা দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি মোটর সাইকেলের চালক শরীফ মারা   যান।  অন্যটির চালক ফাহিম এবং দুই মোটর সাইকেলের আরোহী   ইমরান   ও  কনককে   জেলা   সদরহাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status