খেলা

পেনাল্টির রেকর্ড গড়া ম্যানইউকে মরিনহোর খোঁচা

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই ২০২০, শুক্রবার, ৮:২৮ পূর্বাহ্ন

স্বদেশি তারকা ব্রুনো ফার্নান্দেজের সাফল্যের ব্যাপারে কথা বলতে গিয়ে  ম্যানচেস্টার ইউনাইটেডকে খোঁচা দিলেন ক্লাবটির সাবেক কোচ হোসে মরিনহো। মৌসুমের অর্ধেকটা পর্যন্ত মলিনই দেখাচ্ছিল রেড ডেভিলদের।  জানুয়ারির দলবদলে ইউনাইটেডে যোগ দেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। এরপরই ইউনাইটেডের খেলা বদলে যায়। বদলে যায় ভাগ্যও। ইংলিশ প্রিমিয়ার লীগের তৃতীয় স্থানে থেকে আসর শেষ করে ম্যানইউ।
ফার্নান্দেজের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে পর্তুগিজ পত্রিকা ‘রেকর্ড’কে মরিনহো বলেন, ‘ব্রুনো প্রিমিয়ার লীগে এলো, ভালো ফিট ছিল, খুবই ভালো খেললো এবং ইউনাইটেড দলটার বেশ উন্নতি করলো। এবং সবাইকে দেখিয়ে দিয়েছে সে দুর্দান্ত পেনাল্টি নিতে পারে, বিশ্বের অন্যতম সেরা সে। কারণ সে প্রায় ২০টির মতো পেনাল্টি নেওয়ার সুযোগ পেয়েছে।’ প্রিমিয়ার লীগের শেষ ম্যাচে নির্ভর করছিল ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়নস লীগের ভাগ্য। ওই ম্যাচে লেস্টার সিটির কাছে হারলেই চ্যাম্পিয়ন্স লীগের স্বপ্ন শেষ হয়ে যেত রেড ডেভিলদের। তবে ম্যাচের ৭০তম মিনিটে ব্রুনোর পেনাল্টি গোল চিন্তা দূর করে ইউনাইটেডের। এমনই এক পেনাল্টিতে কোচ মরিনহোর দল টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যানইউর হার এড়িয়েছিলেন ফার্নান্দেজ। সে ম্যাচে আরেকটি পেনাল্টি আদায়ের জন্য পড়ে যাওয়ার ভান করার পর ফার্নান্দেজের ওপর চটেছিলেন মরিনহো। কারণ মৌসুমের দ্বিতীয় ভাগে বেশ কিছু প্রশ্নবিদ্ধ পেনাল্টির সিদ্ধান্ত ইউনাইটেডের পক্ষে গিয়েছিল। অধিকাংশ ক্ষেত্রেই ভুলগুলো রিপ্লেতে চোখে পড়েছে কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ইউনাইটেডের পক্ষেই রায় দিয়েছে। সর্বশেষ লীগে ১৪টি পেনাল্টি পেয়েছে ম্যানইউ। প্রিমিয়ার লীগের এক মৌসুমে কোনো দলের সর্বাধিক পেনাল্টি প্রাপ্তির রেকর্ড এটি। তবে এর সবই ফার্নান্দেজ নেননি। তার আগে চারবার পেনাল্টি মিস করেন ম্যানইউ তারকারা। আর দায়িত্ব পেয়ে চারবারই গোল করেছেন ফার্নান্দেজ। ইউনাইটেডে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলে ১০ গোল করা এই মিডফিল্ডারের ছয় গোলই পেনাল্টি থেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status