কলকাতা কথকতা

কলকাতা কথকতা

দিদির দেয়া যে কোনও দায়িত্ব মাথা পেতে নেবেন নুসরাত

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৯:১৯ পূর্বাহ্ন

সবেমাত্র রাজ্যস্তরে দলের মুখপাত্র নির্বাচিত হয়েছেন ৷ নতুন দায়িত্ব পেয়ে রীতিমতো সিরিয়াস ৷ তবে, দিদি অর্থাৎ মমতা বন্দোপাধ্যায় যে দায়িত্বই দিননা কেন তা মাথা পেতে নিতে রাজি বসিরহাটের সাংসদ, বাংলা ছবির জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান রুহি৷ দুহাজার উনিশে রাজনীতিতে এসে সাংসদ, দলীয় মুখপাত্র - এ সবই দিদির দান বলে মনে করছেন নুসরাত ৷ বললেন - দিদি আমাকে রাজনীতিতে এনেছেন ৷ প্রতিষ্ঠা দিয়েছেন, দিদির কাছে আমি দায়বদ্ধ ৷ তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত৷ দু হাজার দশ এর মিস ক্যালকাটা, এই বঙ্গের অন্যতম সেরা সুন্দরী অভিনেত্রী নুসরাত জাহান রুহিকে রাজনীতি টানতো ছোটবেলা থেকেই ৷ যে কোন ধরণের অন্যায়ের প্রতিবাদ করতেন শাজাহান রুহি এবং সুষমা খাতুনের মেয়ে ৷ আওয়ার লেডি কুইন অফ দা মিশন স্কুল অথবা ভবানীপুর কলেজে পড়ার সময় নুসরাতকে সমীহ করতো সহপাঠীরাও ৷ কলেজ এর পর মডেলিং, বিউটি পাজেন্টে অংশ নেওয়া এ সবই চলছিল ৷ শত্রু ছবি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিল ৷ নায়িকা হিসেবে প্রথম ছবিই হিট৷ আর পিছনে তাকাতে হয়নি নুসরাত জাহানকে ৷ বাংলা ছবির দুনিয়ায় তিনি এখন শীর্ষে৷ মমতা বন্দোপাধ্যায় এর প্রতিবাদী চরিত্র নুসরাতকে টানতো৷ সেই মমতা যখন তাঁকে দুহাজার ঊনিশের লোকসভা নির্বাচনে প্রার্থী করলেন তখন অনেকে বিস্মিত হলেও নুসরাত হননি৷ কারণ এই বছরই তৃণমূলে যোগ দেওয়ার সময় মমতা বলেছিলেন, তৈরি হও, অনেক দায়িত্ব নিতে হবে৷ বসিরহাটে ভোটে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে নুসরাত হারান প্রায় সাড়ে তিনলাখ ভোটে৷ সাংসদ নুসরাত সোশ্যাল মিডিয়ায় সদাই সক্রিয়৷ প্রজ্ঞা সিং ঠাকুর হনূমান চল্লিশা পাঠ করলে করোনা দূর হবে বললে তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট - হা ভগবান ! ভাইরাল হয়
৷ বিজেপি নেতা দিলীপ ঘোষ গো মূত্র পানের পরামর্শ কিংবা অর্জুন মেঘবাল করোনা দূর করতে ভাবীজি পাঁপড় খাওয়ার সলা দিলে নুসরাত অবৈজ্ঞানিক এই ব্যাখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দেন৷ সম্ভবত সোশ্যাল মিডিয়ায় নুসরাতের এই সরব উপস্থিতি তাঁকে দলীয় মুখপাত্রের দায়িত্বটি দিল ৷ নুসরাত বিশ্বাস করেন নতুন প্রজন্মের রাজনীতি একদম অন্যরকম হবে৷ প্রবীণদের কাজের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে তিনি বলেন, আগামীদিনে ভার্চুয়াল যুদ্ধ আরও তীব্র হবে ৷ প্রবীণদের সঙ্গে মেলবন্ধন করে নবীণরা নতুন যুদ্ধ লড়বেন ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status