বাংলারজমিন

ঝালকাঠিতে ক্রেতাশূন্য হাট

ঝালকাঠি প্রতিনিধি

৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:২৭ পূর্বাহ্ন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠিতে শনিবার থেকে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। করোনা ইস্যুতে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে এবারের হাটটি শহরের গুরুধাম এলাকা থেকে সরিয়ে শহরতলির বিকনা এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। ঝালকাঠির এই হাট প্রথমদিন থেকেই ক্রেতাশূন্য রয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা গরু বিক্রেতারা (ব্যাপারী) পড়েছেন দুশ্চিন্তায়। তবে হাটের ইজারাদার আশাবাদ ব্যক্ত করে বলেন, ঈদের ২ দিন আগে এ হাটটি জমে উঠবে। কারণ শহরে পশু পালনের জায়গা না থাকায় ক্রেতারা শেষ মুহূর্তে পশু কিনবেন। ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জাকির জানান, নিরাপত্তার কথা ভেবে আমি নিজ খরচে ইতিমধ্যে ৬টি সিসি ক্যামেরা বসিয়েছি। হাটে আসা-যাওয়ার পথটি আলোকিত রাখার ব্যবস্থা করেছি যাতে সন্ধ্যার পরে নির্বিঘ্নে ক্রেতারা যাতায়াত করতে পারেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status