খেলা

লজ্জায় পড়বেন জেনে বাংলাদেশের বিপক্ষে হেলমেট পরেননি কোহলি

স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:০৩ পূর্বাহ্ন

সময়ের সেরা ব্যাটসম্যান তিনি। রয়েছেন সর্বকালের সেরা হওয়ার পথে। বিরাট কোহলি ২০১৫ সালের বাংলাদেশ সফরে পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়েছিলেন উইকেটের পেছনে। প্যাড আর হেলমেট ছাড়াই উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন কোহলি। কম সময়ের জন্য হলেও হেলমেট কেন পরেননি সেটার কারণটা  তিনি বলেন, ‘উমেশ যাদব তখন পুরো গতিতে বল করছিল। ইনিংস শেষের দিকে হওয়ায় বলটাও উজ্জ্বলতা হারিয়েছে। ফ্লাডলাইটের আলোয় বলটা দেখতে তাই কিছুটা সমস্যা হচ্ছিল। তখন ভেবেছিলাম, হেলমেট পরে নেই। পরক্ষণই বুঝলাম সেটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে।’ বাংলাদেশ সফরে ভারতের অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তখন বড় রানের পথে। অধিনায়ক ধোনি তখন বেশ চাপে। ৪৪তম ওভার শুরুর ঠিক আগে ‘কি কাজে’ যেন ধোনি মাঠের বাইরে চলে যান। ৩ বলের জন্য কিপিং ও ফিল্ডিং সাজানোর দায়িত্ব পড়ে কোহলির কাঁধে। সেই অভিজ্ঞতাই সতীর্থ মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে এক আড্ডায় ভাগাভাগি করেছেন কোহলি। পাঁচ মিনিটের জন্য উইকেটরক্ষক ও অধিনায়কের দায়িত্ব পালনটা বেশ কঠিন ছিল কোহলির। ধোনি এই কাজটা সাফল্যের সঙ্গে করেছেন ১২ বছর। কঠিন কাজটা সাফল্যের সঙ্গে করায় এতদিন ধোনির দায়িত্বের বোঝাটা অুনভব হয়নি কোহলির। তিনি বলেন, ‘আমি কিপিংয়ের পাশাপাশি ফিল্ডিংও সাজিয়েছিলেম। তখন বুঝেছিলাম মাহি (ধোনি) ভাইকে কত কিছু খেয়াল রাখতে হয়।’ তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো প্রতিবেশীদের সঙ্গে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৭৯ ও দ্বিতীয়টিতে ৬ উইকেটের দাপুটে জয় পায় টাইগাররা। শেষ ওয়ানডেতে ৭৭ রানে হেরে ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status