খেলা

৫০০ উইকেটের চূড়ায় ব্রড

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২০, মঙ্গলবার, ৫:০২ পূর্বাহ্ন

টেস্ট ইতিহাসের সপ্তম বোলার হিসেবে আজ (মঙ্গলবার) ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন স্টুয়ার্ট ব্রড।  ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চম দিনে কীর্তিতে নাম তুলেন ব্রড। এজন্য তাকে খেলতে হলো ১৪০ টেস্ট। ইংল্যান্ডের পক্ষে টেস্টে ৫০০ উইকেট নেয়া দ্বিতীয় পেসার তিনি।

টেস্টে সর্বোচ্চ তিন উইকেট শিকারির সবাই স্পিনার- মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯)। পরের তিনজন আবার পেসার। ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন (৫৮৯), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ (৫১৯)।

ম্যানচেস্টারে সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম ইনিংসে ১৭২ রানের লিড পায় স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ৫৮ ওভারে ২ উইকেটে ২২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৯৯ রানের। তৃতীয় দিনের শেষভাগে মাত্র ৬ ওভার ব্যাটিং করে ক্যারিবীয়রা। তাতেই ১০ রানে হারায় ২ উইকেট। দুটি উইকেটই নেন ব্রড। চতুর্থ দিনের পুরোটাই বৃষ্টিতে ভেসে যায়। পঞ্চম দিনের শুরুতেও বৃষ্টির হানা। তবে পুনরায় খেলা শুরু হওয়ার পর ক্রেইগ ব্রাথওয়েটকে এলবির ফাঁদে ফেলে ৫০০তম উইকেটের দেখা পান ব্রড।

এর আগেই প্রথম বোলার হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ব্রড। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে ব্রডের উইকেট সংখ্যা এখন ৫২। ১০ ম্যাচে ৪৯ উইকেট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।
 
যেভাবে ব্রডের ৫০০

১ম- চামিন্ডা ভাস
১০০তম- প্রসন্ন জয়াবর্ধনে
২০০তম- মাইকেল ক্লার্ক
৩০০তম- ক্রিস রজার্স
৪০০তম- টম ল্যাথাম
৫০০তম- ক্রেইগ ব্রাথওয়েট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status