খেলা

ফুটবলারদের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন নন জেমি

স্পোর্টস রিপোর্টার

২৮ জুলাই ২০২০, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলে চার নতুন মুখ পেয়ে খুশি জেমি ডে। তরুণদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ইংলিশ কোচ। করোনা ভাইরাসের কারণে চার মাসের বেশি সময় মাঠে নেই দেশের ফুটবল। আগামী ৫ই আগস্ট থেকে জাতীয় দলের প্রস্তুতির মধ্য দিয়ে মাঠে ফিরছেন ফুটবলাররা। তবে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও ফুটবলারদের ফিটনেস নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন বাংলাদেশ দলের এই বৃটিশ কোচ।
চার মাস খেলা না থাকলেও জেমি ডের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ ছিল ফুটবলারদের। সেখানে আগে থেকেই ফিটনেস নিয়ে নির্দেশনা দিয়ে রেখেছেন প্রধান কোচ। সেই অনুযায়ী বাসা কিংবা ক্লাবে নিজ উদ্যোগে ফিটনেস ধরে রাখতে ঘাম ঝরিয়েছেন জামাল ভূঁইয়ারা। তাদের ফিটনেস নিয়ে আশাবাদী ডে। গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জেমি বলেন, ‘আমার মনে হয় না ফিটনেস নিয়ে কোনো সমস্যা হবে। তারা তো ব্যক্তিগত অনুশীলনের মধ্যে ছিল। এখন কোনো খেলোয়াড় যদি ওজন বাড়িয়ে আসে তাহলে তাকে বিবেচনা করা কঠিন হবে। তবে আমি আশা করবো খেলোয়াড়রা ভালো অবস্থায় থেকে ট্রেনিংয়ে যোগ দেবে। এছাড়া আমি আত্মবিশ্বাসী যে, সব খেলোয়াড়ের ফিটনেস ঠিক থাকবে। তারা গত চার মাসে আমাকে তাদের ট্রেনিং সেশনের ভিডিও পাঠিয়েছে নিয়মিত। তাদের ওজন, খাদ্য তালিকা সম্পর্কেও আমরা অবগত। দুই সপ্তাহ ট্রেনিংয়ের পর আমার মনে হয় বাকি যে সমস্যাগুলো থাকবে সেগুলো কাটিয়ে উঠবে ওরা।’
প্রাথমিক দল নিয়ে  জেমি ডে বলেন, ‘তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটেছে এবারের স্কোয়াডে। নতুন যে চারজন ডাক পেয়েছে তারা লীগে নিজেদের প্রমাণ করেছে। এখান থেকে ২৪ জনের স্কোয়াড রাখা হবে। সাধারণত ২৩ জনের দল ডাকার রীতি, তবে চোটের কথা মাথায় রেখে হয়তো একজন বেশি থাকবে।’  জেমি ডের ৩৬ জনের প্রাথমিক দলে চার নতুন মুখ হলেন, বসুন্ধরা কিংসের ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী, বাংলাদেশ পুলিশ এফসির মিডফিল্ডার নাজমুল হোসেন ও ফরোয়ার্ড ম্যাথিউস বাবলু এবং উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজা। করোনা ভাইরাসে বাতিল হওয়া লীগে বসুন্ধরা কিংসের ছয় ম্যাচের মধ্যে তারিক রক্ষণ সামলেছেন দুই ম্যাচে। লীগে কোনো গোল না পাওয়া উত্তর বারিধারার সুমন খেলেছেন পাঁচ ম্যাচ। পুলিশের ফরোয়ার্ড বাবলু পাঁচ ম্যাচে গোল পেয়েছেন দুটি, মিডফিল্ডার রাসেল খেলেছেন পাঁচ ম্যাচ। প্রাথমিক দল থেকে ২৫ জনের চূড়ান্ত দল বেছে নেবেন ডে। বিশ্বকাপের বাছাই পর্বের মাঝে থাকবে এএফসি কাপের খেলাও। সেখানে অংশ নেবে বসুন্ধরা কিংস। জাতীয় দলে বসুন্ধরার বেশ কিছু খেলোয়াড় থাকায় অনুশীলনে সমস্যা হবে কিনা, এমন প্রশ্নে ইংলিশ কোচ বলেন, ‘বসুন্ধরা কিংসে জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। কাছাকাছি সময় যেহেতু ম্যাচ পড়েছে তাই একটা সংকট তৈরি হতে পারে। তবে আমি অস্কারের (বসুন্ধরার কোচ) সঙ্গে কথা বলবো। আশা করি এই নিয়ে তেমন কোনো ঝামেলা হবে না। এছাড়া জাতীয় ও ক্লাব দলের খেলা মাথায় রেখে আমাদের অনুশীলনের সেশনগুলো সাজানো হবে। দরকার হলে বিশ্রাম দিয়ে অনুশীলন করানো হবে।’
করোনা ভাইরাসের প্রকোপে স্থগিত থাকা বাছাই আগামী অক্টোবরে শুরু হবে। ৮ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে ডের দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status