খেলা

ক্রিকেট পাড়ায় বিয়ের ধুম

স্পোর্টস রিপোর্টার

২৮ জুলাই ২০২০, মঙ্গলবার, ৯:১২ পূর্বাহ্ন

১৫ দিনে বিয়ে করলেন জাতীয় ক্রিকেট দলের চার তারকা। মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের পর বিয়ে করলেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। বয়সভিত্তিক ক্রিকেট দলে এক সঙ্গে খেলেছেন মোসাদ্দেক, শান্ত, সাদমান ও মেহেদী। তাদের বিয়েটাও হলো কাছাকাছি সময়ে।
২৫ বছর বয়সী মেহেদী হাসান শনিবার বিয়ে করেন খুলনার মেয়ে ঋতুকে। বাংলাদেশের হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মেহেদী জানান, পারিবারিকভাবে ছোট্ট পরিসরে বিয়ের কাজ সেরেছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে বড় করে অনুষ্ঠান হবে। মেহেদীর স্ত্রী ঋতুর এবার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। করোনা মহামারির কারণে যেটি পিছিয়ে গেছে।
লকডাউনের ভেতর বিয়ের ধুমটা চালু হয় পেসার আবু জায়েদ রাহীকে দিয়ে। গত ৮ই জুলাই চিকিৎসক তৌহিদা আক্তার জুহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিলেটের এই ক্রিকেটার। জুহার বাড়িও সিলেটে। ১০ই জুলাই নিজের দ্বিতীয় বিয়ে সারেন ক্রিকেটার মোসাদ্দেক। স্ত্রীর নাম উম্মে তামান্না। তার বাড়িও ময়মনসিংহে। ২০১২ সালে আপন খালাতো বোন সামিয়া শারমিনকে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। তবে সেই বিয়ে টেকেনি বেশিদিন। মোসাদ্দেকের পর ১৪ই জুলাই বিয়ের পিঁড়িতে বসেন শান্ত। তার স্ত্রী সাবরিন সুলতানা রত্না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি রাজশাহীতেই। দীর্ঘদিন ধরে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক ছিল।
১৮ই জুন ওপেনার সাদমান ইসলাম গাঁটছড়া বাঁধেন অনিক নাশা ওয়াহেদের সঙ্গে। নাশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের স্নাতক শেষ সেমিস্টারে অধ্যয়নরত। আগে থেকে জানা-শোনা ছিল তাদেরও। করোনার কারণে দীর্ঘদিন খেলা নেই মাঠে। ঘরের বসেই সময় কাটছিল শান্ত-মেহেদীদের। তবে ঢাকা, সিলেট, খুলনা ও চট্টগ্রামের চারটি স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করেছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুশীলনে  মুশফিক-মেহেদীসহ যোগ দেন ১৩ ক্রিকেটার। বিসিবি জানিয়েছে, ঈদের পর বিদেশি কোচদের অধীনে শুরু হতে পারে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status