খেলা

রিয়ালের শিরোপা উৎসব দীর্ঘায়িত করতে চায় ভিয়ারিয়াল

স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:৩৮ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের বিরতি কাটিয়ে গত জুনে লা লিগা ফেরার পর রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেছিলেন, আমাদের সামনে এখন ১১ ফাইনাল বাকি। গ্যালাকটিকোরা অবশ্য প্রতিটি ম্যাচকে ফাইনাল হিসেবে ধরে নিয়েই মাঠে নেমেছে। চোয়ালবদ্ধ সেই প্রতিজ্ঞাই রিয়াল মাদ্রিদকে এনেছে রেকর্ড ৩৪তম লীগ শিরোপা জয়ের দোরগোড়ায়। আজ বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নিশ্চিতের ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোস। ঘরের মাঠে জিতলেই ২০১৬-১৭ মৌসুমের পর লা লিগা যাবে রিয়ালের ঘরে। তবে রিয়ালের শিরোপা উৎসব দীর্ঘায়িত করতে চায় ভিয়ারিয়াল। তেমনটাই জানালেন দলটির কোচ হাভিয়ের রেভিয়া, ‘রিয়াল মাদ্রিদ আমাদের হারিয়ে শিরোপা জিততে চাইবে। ইউরোপা লীগে খেলার আশা টিকিয়ে রাখতে আমাদেরও ৩ পয়েন্ট খুৃবই গুরুত্বপূর্ণ। জানি সেটা খুবই কঠিন হবে। রিয়াল মাদ্রিদ নিখুঁত একটা দল। তাদের বিপক্ষে গোল করা সহজ নয়। এই মৌসুমে তাদের পারফরমন্সে বলছে শিরোপার দাবিদার রিয়াল মাদ্রিদ।’

পরিসংখ্যানও সেটাই বলছে। লা লিগায় খেলা শেষ ৯ ম্যাচের সবকটিতেই জিতেছে জিদানের দল। প্রতিপক্ষের জালে ১৭ গোল দিয়ে হজম করেছে মাত্র ৩ গোল।

শেষবার জিদানের কোচিংয়েই লা লিগা জিতেছিল রিয়াল মাদ্রিদ। আজ শিরোপা উৎসবের জন্য মরিয়া হয়ে থাকলেও সেখানে কঠিন চ্যালেঞ্জ জানাতে তৈরি ভিয়ারিয়াল। সেটা জানেন জিদান, ‘ভিয়ারিয়াল প্রতিপক্ষ হিসেবে খুবই কঠিন। আমাদের জন্য এই মৌসুমের অন্যতম কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে।’

৩৬ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৮৩ পয়েন্ট। আজ একই সময়ে বার্সেলোনা লড়বে ওসাসুনার বিপক্ষে। কাতালানদের পয়েন্ট ৭৯। ৫৭ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল রয়েছে পঞ্চম স্থানে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার আশা বাঁচিয়ে রাখতে প্রাণপণ লড়বে ভিয়ারিয়াল। রিয়াল মাদ্রিদ আজ হেরে গেলেও আরেকটি সুযোগ পাবে। ২০শে জুন লেগানেসকে হারালেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status