বাংলারজমিন

চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারে অবহেলা, সেই কর্মকর্তাকে বদলি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৭:৫৪ পূর্বাহ্ন

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার মূল্যায়ন কমিটির অবহেলায় কোটি টাকা ফেরত যাওয়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজকে বদলি করা হয়েছে। চিকিৎসা ও শৈল চিকিৎসা সরঞ্জামাদি খাতে অর্থ পাওয়ার পরও এম এস আর ক্রয় না করার ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ জারি করেছে কক্সবাজার সিভিল সার্জন অফিস। গত ৬ই জুলাই দৈনিক মানবজমিনে ‘টেন্ডার মূল্যায়ন কমিটির অবহেলা, ফেরত গেছে চকরিয়া হাসপাতালের বরাদ্দের কোটি টাকা’ শিরোনামে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর টনক নড়ে স্বাস্থ্য অধিদপ্তরের। বিতর্কিত ডা. মোহাম্মদ শাহবাজকে গত কয়েক দিন ধরে বদলির গুঞ্জনের পর তাকে লামায় বদলি করা হলো। তাঁর স্থলে লামার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের পক্ষে পরিচালক প্রশাসন ডা. মো. বেলায়েত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী তিনদিনের মধ্যে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে যোগদান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে গত ১৪ই জুলাই কক্সবাজার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মো. আলমগীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শোকজ নোটিশ জারি করা হয়। এতে স্মারক প্রাপ্তির তিনদিনের মধ্যে কি কারণে ২০১৯-২০২০ অর্থ বছরের চিকিৎসা ও শৈল চিকিৎসা সরঞ্জাম (এমএসআর) ক্রয় না করে কেন ফেরত প্রদান করেছে সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জানা গেছে, হাসপাতালের টেন্ডার মূল্যায়ন কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজের অবহেলায় গত ২০১৯-২০২০ অর্থবছরে প্রকল্পের প্রায় কোটি টাকা ফেরত চলে যায়। এরপর থেকে চকরিয়া জনগণের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিষয়টি স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের নজরে আসলে ডা. মোহাম্মদ শাহবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। শোকজ নোটিশ দিয়ে বদলির আদেশ প্রদান করা হয়। এ বিষয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা আমির হামজা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। এর স্থলে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প কর্মকর্তা ডা. মোহাম্মদুল হককে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করার একটি প্রজ্ঞাপনের চিঠি পৌঁছেছে।’ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে পরিচালক ডা. বেলাল হোসেন স্বাক্ষরিত বদলির এক প্রজ্ঞাপন হাতে পেয়েছি। আগামী সোমবার যোগদান করবো বলে আশা করছি।’ তিনি আরও বলেন, ‘যেহেতু আমি আগেও চকরিয়া সরকারী হাসপাতালে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চকরিয়াবাসীকে স্বাস্থ্যখাতে পরিপূর্ণ সেবা দিতে শতভাগ চেষ্টা করব।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status