বিনোদন

কটাক্ষের শিকার

বিনোদন ডেস্ক

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১২:০৯ অপরাহ্ন

নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের শিকার হলেন সালমান খান। গায়ে কাদা মাখলেই কৃষকদের সম্মান জানানো যায় না বলেও নেটিজেনরা তাকে নিয়ে মন্তব্য করেন। দেশজুড়ে লকডাউনের মধ্যেও যিনি কখনো গায়ক ও কখনো নায়ক হয়ে উঠছেন। কিন্তু এবার তিনি ধরা দিয়েছেন ‘কৃষকে’র ভূমিকায়! না, তার পরবর্তী কোনও ছবির চরিত্র হিসেবে নয়, একেবারে রিয়েল লাইফে। ক্ষেতে ঘুরে বেড়াচ্ছেন, ধান কাটছেন, কর্দমাক্ত অবস্থায় খেতে বসে রয়েছেন। এমন নানা ‘পোজে’ ছবি পোস্ট করেছেন সালমান। আর সঙ্গে কৃষকদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তারাই মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার প্রাথমিক কাজটা করেন। আর সে কাজ যে কতখানি কষ্টকর, সেটাই যেন নিজে অনুভব করতে পেরেছেন সালমান। তার পোস্ট অন্তত সে কথাই বলছে। দিন কয়েক আগে একটি পোস্টে লাল বাহাদুর শাস্ত্রী ‘জয় জওয়ান, জয় কিষাণ’ বাণী শোনা গিয়েছিল সালমানের মুখে। সম্প্রতি আরেকটি পোস্টেও কৃষকদের সম্মান জানিয়েছেন তিনি। এমন পোস্ট তার অনুরাগীদের মনে ধরলেও এর জন্য কম ট্রোলড হচ্ছেন না ভাইজান। বিশেষ করে সুশান্তের ভক্তরা তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেই লিখেছেন, ভাল সাজার ‘নাটক’ করেন সালমান। অনেকেই তার এই ‘মেকি’ চেহারা মেনে নিতে পারছেন না। অনেকের আবার কটাক্ষ, যারা ফুটপাতে শুয়ে থাকে, তাদেরও সম্মান জানান। একদল নেটিজেন আবার সালমানকে কার্যত বয়কটেরও ডাক দিয়েছেন। দাবাং খান যে সমস্ত প্রোডাক্টের বিজ্ঞাপন করেন, সেসব জিনিস না কেনার আহ্বান জানিয়েছেন তারা। অন্য একজন বলছেন, শরীরে কাদা মাখলেই কৃষকদের সম্মান জানানো যায় না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status