বাংলারজমিন

সুখ-স্বপ্ন-সাধ ভেসে যায় বানের পানিতে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৭:৫২ পূর্বাহ্ন

বছর আসে বছর যায় সুখের ঘর বাঁধে নদীর তীরবর্তী ও চরাঞ্চলের মানুষ। তারাও স্বপ্ন দেখে মনে অনেক সাধ জাগে। চেষ্টাও চালিয়ে যায় সুখে থাকার কিন্তু সেই সুখ-স্বপ্ন আর সাধ প্রতি বছর কেড়ে নিতে হানা দেয় বন্যা সঙ্গে ভাঙন এবারে যোগ দিয়েছে করোনা। সুখের মুখ দেখার আগে ভাঙনের সঙ্গে সঙ্গে বন্যা ভেসে নেয় তাদের সাজানো ঘর সংসার রেখে দেয় দুঃখ কষ্ট আর হতাশা। প্রতিবছরের ন্যায় এবারেও তার ব্যতিক্রম ঘটেনি দু’দুবার বন্যা তাদের সুখ শান্তি আর সংসার তছনছ করে দিয়েছে। বাড়িয়ে দিয়েছে দুঃখ কষ্ট মনের যন্ত্রণা সঙ্গে করোনা ভাইরাস ফেলিয়েছে আতঙ্কে। কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের পূর্ব নটারকান্দি এলাকার রোস্তম আলী (৬৫) সহ কয়েকটি পরিবার ঘরের জিনিসপত্রসহ গরু ও প্রয়োজনীয় যা নিতে পেরেছে তা নৌকায় নিয়ে পাড়ি দিচ্ছেন আশ্রয়ের খোঁজে। প্রতি বছর তার মতো অনেকে এক চর থেকে চরে গড়েন সংসার আবারো আসে বন্যা, ভাঙে নদী কেড়ে নেয় ভিটা ভেসে যায় সুখের সংসার। বেশ কয়েকবার নদী ভাঙনে শিকার ও বারবার বন্যায় সুখ-স্বপ্ন হারানো রোস্তম আলীর সঙ্গে কথা হতেই বলে ওঠেন বাপুরে কি আর শুনবের চান এই নদীতে তো ভাঙন আছে এর উপর বানের পর বান সব কেড়ে নিলো এবারেও ভাসিয়ে নিলো আমার সাজানো সংসার। ছাড়তে হলো ভিটাটুকু থাকার স্থানটুকু আর থাকলো না, বানের পানি ভাসিয়ে নিলো সেটুকু। শুধু রোস্তম আলী নয় তার মতো শতশত পরিবারের সুখ-স্বপ্ন-সাধ ভাসিয়ে নেয় নদী ভাঙন আর বন্যা। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন একের পর এক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ পড়েছে বিপাকে হাতে নেই কাজ পাচ্ছে না ত্রাণের চাল। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম। খেটে খাওয়া ও দিনমজুররা পড়েছে চরম বিপাকে। বন্যায় আক্রান্তের সঙ্গে সঙ্গে করোনার প্রভাব দিনদিন বৃদ্ধি পাওয়ায় বানভাসি মানুষরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে (গতকাল সকাল ৯টা পর্যন্ত) ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্‌ বলেন, নদী ভাঙন ও বানভাসি মানুষের মাঝে ধারাবাহিকতাভাবে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ত্রাণ দেয়া হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status